রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে মিছিল করবে তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যজুড়ে আজ তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস যৌথভাবে প্রতিবাদ মিছিল করবে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে। গতকাল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন।

গত 30 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর মন্ত্রীসভা শপথ নেওয়ার 48 ঘণ্টার মধ্যেই দাম বেড়েছে রান্নার গ্যাসের।
3ef40 img 20190604 wa0026
ভর্তুকিযুক্ত সিলিন্ডারের আগে দাম ছিল – 499 টাকা 29 পয়সা, এখন ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম হয়েছে- 500 টাকা 52 পয়সা, অর্থাৎ দাম বেড়েছে – 1 টাকা 23 পয়সা। আগে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ছিল- 738 টাকা 50 পয়সা
এখন ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হয়েছে- 763 টাকা 50 পয়সা, অর্থাৎ দাম বেড়েছে – 25 টাকা।

রান্নার গ্যাসের দাম আবার বেড়ে গেল নতুন সরকার গঠনের পর। শুধু তাই নয়, জানা গেছে যে রাষ্ট্রায়ত্ত শিল্পকে ধ্বংস করার জন্য বিলগ্নিকরণ হবে। ছাঁটাই করা হবে কর্মী। যেখানে দেশে গত 45 বছরে সবচেয়ে বেশি বেকারত্বের হার, সেখানে আবার ছাঁটাইয়ের পরিকল্পনা করছে নতুন সরকার। তাই রাজ্যের সমস্ত ব্লকে যৌথভাবে প্রতিবাদ মিছিল করা হবে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে।

ঘোষণা করা হয়েছে ব্লকে ব্লকে তৃণমূলের নেতা-কর্মীরা মিছিল করবে। তৃণমূল যুব কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিল করবে কলকাতা উত্তর ও দক্ষিণ থেকে। কর্মী-সমর্থকদের সঙ্গে সাধারণ মানুষকেও মিছিলে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত খবর