‘বাজি না ফাটলে কালিপুজো হবে না’, পঞ্চায়েতের আগে লাগাতার বোমা বিস্ফোরণ নিয়ে বেফাঁস মদন

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)! ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। আর তারই আগে বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে একের পর এক বোমা (Bomb)। লাগাতার প্রকাশ্যে আসছে বিস্ফোরণের (Bomb Blast) ঘটনা। অগুনতি মৃত্যু! ভোট পূর্বে বারংবার এই ঘটনা ঘটায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। তবে এবার এই প্রসঙ্গে বেফাঁস খোদ শাসকদলের বিধায়ক।

কেন বারবার সামনে আসছে বিস্ফোরণের ঘটনা? এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই তৃণমূল বিধায়ক (Trinamool Congress MLA) মদন মিত্র (Madan Mitra) ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তাই তার আগে এসব ঘটনা তো হতেই পারে। এটাই স্বাভাবিক।

ঠিক কি বলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক? এদিন বিস্ফোরক মন্তব্য করে মদন মিত্র বলেন, “২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটাকা বাজি ফাটবে না কালিপুজো হবে? এমনটা হয় নাকি।” খোদ শাসকদলের নেতার এহেন মন্তব্যে শুরু হয়েছে জোর চৰ্চা।

অন্যদিকে গতকাল শাসকদলেরই আরেক নেতা বোমা বিস্ফোরণ নিয়ে নতুন তত্ত্ব খাড়া করেন। মঙ্গলবার ক্রমাগত হতে থাকা বিস্ফোরণ নিয়ে সাংসদ অর্জুন সিং বলেন, “বাংলায় কবে বোমা ছিল না? সিপিএমের সময়েও ছিল, এখনও আছে। বোমা সব থেকে সহজ সস্তার জিনিস ,প্রচণ্ড রোদে বোমা ফেটে যাচ্ছে।”

madan mitra

প্রসঙ্গত, সোমবার সকালে রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডের এক নাবালকের। এই ঘটনার প্রেক্ষিতে কথা বলতে গিয়েই অর্জুন সিং নয়া বোমা তত্ত্বের কথা জানান।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর