রাজনীতি ছেড়ে দারোয়ানের কাজ করার ইচ্ছাপ্রকাশ মন্ত্রী শোভনদেবের! হঠাৎ হল টা কী?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের উত্তাপ। কোথাও চলছে হানাহানি, কোথাও বোমাবাজি তো কোথাও দেদার অশান্তি। সব মিলিয়ে বর্তমানে বাংলার একাধিক জায়গা থেকে উঠে আসছে সন্ত্রাসের চিত্র। আর অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসকদল (Trinamool Congress)। এই আবহে দলের খুঁত ঢাকতে আত্মসমালোচনার সুর রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chattopadhyay) মুখে।

শুধুই যে আত্মসমালোচনা তেমনটা নয়, সাথেই বিরোধীদের দোষ খুঁজে বের করারও কিছুটা প্রয়াস। ঠিক কী বলেছেন খড়দার বিধায়ক? তিনি বলছেন, ‘সব দলের মধ্যেই এই ধরনের মানুষ আছে। সব দলেরই একই অবস্থা। তবে শাসন ক্ষমতায় যারা থাকবে, তাদের দলে এই ধরনের মানুষ বেশি হবে।”

কেবল তাই নয়! শোভনদেবের সাফ কথা, “একটা রাজনৈতিক দল বলুক, আমার দলে একটাও মস্তান নেই। সবাই ভাল। মাইকে বলুন সেটা। যে দল বলতে পারবে তাদের দলের অফিস এ গিয়ে আমি দারোয়ানি করবো।’ আর মন্ত্রীর এই মন্তব্যের পরই সমালোচনার ঢল রাজ্য জুড়ে।

এই প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বাম নেতা সুজন চক্রবর্তী বলছেন, ‘এই কালচার আমদানি করেছে তৃণমূল। গুন্ডাবাহিনী তৃণমূলই তৈরি করেছে।’ শাসকদলকে খোঁচা দিতে ছাড়েনি , ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। নেতার কথায়, ‘আমাদের দারোয়ানের দরকার নেই। আমরা আমাদের দল সামলাতে পারব। আপনি নিজেদেরটা দেখুন।’

sovandeb

অন্যদিকে কটাক্ষের সুর চড়িয়েছে বিজেপিও। শোভনদেবকে পাল্টা বিঁধে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, ‘ অন্য পার্টির কথা ছেড়ে দিন। আগে নিজের পার্টি দেখুন। উনি যে পার্টিতে সেটা পুরো গুন্ডাদের পার্টি। ওরা বলুক, আমাদের পার্টিতে গুন্ডা নেব না। নিজের ঘর সামলাক আগে।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর