‘সেই সময় মুখ্যমন্ত্রী অনুমতি দিলে শুভেন্দুরও বিধানসভার সদস্যপদ খারিজ হতো’, বিস্ফোরক তাপস রায়

বাংলা হান্ট ডেস্কঃ প্রকাশ্য সভায় বিস্ফোরক তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস রায় (Tapas Roy)। এদিন খরদহ রবীন্দ্র ভবনে উক্ত বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে এক দলীয় সভার আয়োজন করা হয়েছিল। সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা বিধায়ক তাপস রায়। আর সেই সভা থেকেই একের পর এক বিস্ফোরক মন্তব্য শোনা গেল তার গলায়। দলের বিরুদ্ধেও মুখ খুললেন তিনি।

ঠিক কী বললেন তাপস রায়? এদিন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল নেতা। বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন ‘অন্য দলের বদমাইশগুলো নিজের মাটি শক্ত করার জন্য আমাদের দলে ঢুকে পড়েছে। অন্য দল থেকে আমাদের দলে ঢুকে পড়া আমরা আটকাতে পারিনি, এটাই আমাদের ভুল’।

তার কথায়, ‘নিজের পায়ের তলায় মাটি শক্ত করার জন্য অন্য দলের বদমাইশগুলো আমাদের দলে ঢুকে পড়েছে। তারা চায় সরকারি দলের সঙ্গে থাকতে। তারা খুঁজেও পেল আমাদের কাউকে কাউকে। আর তারা ঢুকে পড়ল আমাদের দলে। তারা আমাদের দলে ঢুকে নিজেদের কাজ করছে। তারা কি থোরাই আমাদের কাজ করছে। এই জায়গাটা আমরা আটকাতে পারিনি। এই জায়গাটা যদি আমরা আটকাতে পারতাম তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না’।

এখানেই থেমে যাননি তৃণমূল বিধায়ক। এরপর তিনি আরও বলেন, ‘ভুল ত্রুটি কি আমাদের নেই? আমাদেরও আছে ভুল ত্রুটি। সেগুলো সবাই শুধরে নেবেন। দম্ভ, অহংকার ছেড়ে আপনারা জনপ্রতিনিধিরা মানুষের কাছে যান। এই জন্যই আপনাদের দল ক্ষমতা দিয়েছে’। এদিন নিজের দলের কিছু কর্মীদের ওপরই আঙ্গুল তোলেন তৃণমূল নেতা।

tapas roy

তবে শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। বিস্ফোরক দাবি তুলে তিনি বলেন, ‘কিছুদিন আগে বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ আনতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বললেন ওকে ক্ষমা করে দাও। প্রিভিলেজ আনতে হবে না। কিন্তু ওই সময় প্রিভিলেজ যদি ঠিকমতো আনতে পারতাম অথবা মাননীয়া মুখ্যমন্ত্রী আনতে দিতেন, তবে রাহুল গান্ধীর মতো শুভেন্দুরও বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যায়’।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর