‘দলই উন্নয়নে বাধা দিচ্ছে’, বিস্ফোরক অভিযোগে পদত্যাগ TMC উপপ্রধান ও অঞ্চল চেয়ারম্যানের

বাংলা হান্ট ডেস্কঃ ভোটপূর্বে ফের নড়বড়ে শাসলকদল। বিগত কিছুদিন থেকে নানা কারণে চলছে দল ছাড়ার হিড়িক। সেই ধারাই বজায় রেখে এবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) নারায়ণগড় (Narayanagarh) ব্লকে দল ছাড়লেন তৃণমূলের (Trinamool Congress) উপপ্রধান ও অঞ্চলের চেয়ারম্যান। জানা গিয়েছে, উন্নয়ন করতে দল বাধা দিচ্ছে এই অভিযোগ তুলে ইতিমধ্যেই তাঁরা হোয়াটসঅ্যাপ ও ফোনের মাধ্যমে ব্লক সভাপতির কাছে নিজেরদের দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সূত্রের খবর, দল কাজ করতে না দেওয়ায়, ক্ষোভ অভিমানে দল ছেড়েছেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের রানীসরাই ১১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান গোবর্ধন হেমব্রম সহ অঞ্চলের চেয়ারম্যান বীর সিং টুডু পদ । নিজেরদের ইস্তফার কথা তাঁরা হোয়াটসঅ্যাপ ও ফোনের মাধ্যমে তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার জানাকে জানিয়েছেন।

এবিষয়ে তৃণমূলের উপপ্রধান গোবর্ধন হেমব্রম বলেন, “আমি উপপ্রধান। দলীয় কর্মসূচির পাশাপাশি আমার এলাকার উন্নয়ন করার প্রয়োজন আছে। সেটা করতে গিয়ে দল বিভিন্নভাবে আমাকে বাধা দেয়। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিলাম।” তাঁর সংযোজন, “যতটা উন্নয়ন আমার এলাকায় হওয়ার কথা সেই অর্থে হয়নি এবং করতে দেওয়া হয়নি তাই সম্পূর্ণভাবে দল ছাড়লাম।” পঞ্চায়েত নির্বাচনের আগে এই একটি অভিযোগ তুলেই দল ছেড়েছেন অঞ্চলের চেয়ারম্যান বীর সিং টুডুও।

এবিষয়ে বিজেপি জেলা সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারী বলেন, “যাঁরা স্বচ্ছতার সঙ্গে দলে কাজ করবেন তাঁরা তৃণমূল দলে থাকতে পারবেন না। মানুষের কাছে মার খাওয়ার থেকে দল ছেড়ে নিজেদের প্রায়শ্চিত্ত করুক। তৃণমূলে থেকে চুরি করা যাবে মানুষের কাজ করা যাবে না।”

tmc flag

যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, “এঁদের দল ছাড়ার প্রকৃত কারণ কী, তা খোঁজখবর নেব। তবে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে কর্মসূচিতে এর কোনও প্রভাব পড়বে না।” যেখানে রাজ্যের দোরগোড়ায় কড়া নাড়ছে নির্বাচন সেখানে একের পর এক নেতার দলত্যাগের ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে একজোটে উপপ্রধান ও অঞ্চল চেয়ারম্যানের পদত্যাগের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর