দিদির ভাষণ শুনে ফেরার পথে উল্টে গেল তৃণমূল কর্মী বোঝাই বাস! ঘটনা শুনলে শিউরে উঠবেন

বাংলা হান্ট ডেস্কঃ ফের রক্তাক্ত ২১ জুলাই। কাল ছিল তৃণমূলের শহীদ দিবস (TMC Shahid Diwas)। এই দিনকে কেন্দ্র করে তৃণমূলের নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনা সর্বদাই তুঙ্গে থাকে। এবছর ৩০ বছরে পদার্পণ করেছে ২১ জুলাই শহিদ তৰ্পন অনুষ্ঠান। সরাসরি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিল তৃণমূল কর্মী-সমর্থকেরা। বিশাল জমায়েত। মহানগরীর বুকে ঢল জোড়াফুলের সমর্থকদের। এরই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। নেত্রীর বক্তব্য শুনে বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনা (Bus Accident)।

জানা গিয়েছে, একুশে জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশ থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) খড়্গপুরের রূপনারায়নপুর এর কাছে বাস দুর্ঘটনা ঘটে। এর এই দুর্ঘটনা কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। গতকাল বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ৩৯ জন।

সূত্রের খবর, পুরুলিয়া জেলার বান্দোয়ান থেকে শহিদ দিবসের সমাবেশে যোগ দিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য তারা ধর্মতলায় গিয়েছিল। সবকিছু ঠিকঠাক মিটিয়ে কর্মসূচি শেষে ফেরার পথেই বিপত্তি।

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূল কর্মী বোঝাই ওই বাস। রূপনারায়নপুরের ওভার-ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে নিচে পড়ে যায় বাসটি। তাতেই প্রানহানি।

tmc

এরপরই দ্রুত সকলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা বিকাশ টুডু নামে এক তৃণমূল কর্মীকে মৃত ঘোষণা করে। অন্যদিকে, আহতদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহত কর্মীদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস। ওই ৩৯ জনের মধ্যে কারও কারও চোট গুরুতর বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর