কালীঘাটে তৃণমূলের পঞ্চায়েত বৈঠকের পরেই সুকান্তর সঙ্গে আলাপচারিতায় দেব! তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। ভোটের আবহে ক্রমশ্যই চড়ছে উত্তাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে যখন ব্যস্ত সকল দল তখন বঙ্গ রাজনীতিতে দেখা গেল ভিন্ন চিত্র। তৃণমূলের তারকা সাংসদ (TMC MP) দেবকে (Dev) দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে খোশ মেজাজে গল্প করতে। হ্যাঁ, ঠিক এই চিত্রই ধরা পড়েছে শনিবার। আর যা নিয়ে জোর চর্চা রাজনীতির অন্দরে।

দেব ওরফে দীপক অধিকারী, তারকা হওয়ার পাশাপাশি তিনি জনপ্রতিনিধিও বটে। তাই নানা মহলে নানা সময়ে ডাক পরে অভিনেতার। সেখানে অনেক মানুষের সাথে কথা-বার্তাও হয়। আর সেখানেই যদি হাজির থাকে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী! উমমম, প্রতিপক্ষের সঙ্গে অন্য সময় হাসিমুখে সৌজন্য বিনিময় করা গেলেও, নির্বাচনী আবহে তা নৈব নৈব চ। তবে কথায় বলে সবেরই কিছু ব্যতিক্রম রয়েছে। সেরকমই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী রইল কলকাতা।

গতকাল বিকেলে ছিল কালীঘাটে তৃণমূলের পার্টি অফিসে পঞ্চায়েতের প্রস্তুতি বৈঠক৷ আর শনির সন্ধেবেলাই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখোমুখি তৃণমূলের তারকা সাংসদ দেব৷ আসলে শনিবার সন্ধ্যায় সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের তরফে অনুষ্ঠান ছিল বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে। সেখানে বিনোদন জগতের কলাকুশলীদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

আর গতকালের সেই অনুষ্ঠানেই পাশাপাশি দেখা গেল তৃণমূলের দেব আর বিজেপির সুকান্ত মজুমদারকে। অন্যদিকে ঠিক তাদেরই পাশ বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সেখানেই দেব-সুকান্তকে বেশ ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেল। হল হাসি-ঠাট্টাও।

Dev

আর অনুষ্ঠানে সকলের নজর কাড়ল তাদের আলাপচারিতা৷ ভোটের গরম আবহে এই দেব-সুকান্তর এই সাক্ষাৎ নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। তবে হাজার কথা উঠলেও এ যে নিতান্তই সৌজন্য তা অবশ্য সকলেরই জানা। অনুষ্ঠানে পাশাপাশি আসনে বসা দুই ব্যক্তির মধ্যে এতটুকু কথা তো চলতেই পারে। তাইনা!

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর