বাংলা হান্ট ডেস্কঃ মিটেছে পঞ্চায়েত ভোট! এই ভোটকে ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের একাধিক জায়গা। প্রাণ গিয়েছে বহুজনার। সেই ধারাই এখনও অব্যাহত। এবার তৃণমূলের জয়ী প্রার্থীকে (TMC Wining Candidate) লক্ষ্য করে একের পর এক গুলি। ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তৃণমূল নেতার।
শনিবার ভোরে হাড়হিম করা এই ঘটনা ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা এলাকার। নিহত তৃণমূল নেতার নাম শেখ সাহেব আলি। তিঁনি কিষাণ-খেতমজুর সেলের হাড়োয়া (Haroa) এক নম্বর ব্লক সভাপতি। খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামের ২৪৩ নং বুথ থেকে জয়ী পঞ্চায়েত সদস্য ছিলেন তিঁনি।
ঠিক কি ঘটেছে? রবিবার ভোররাতে অঞ্চল সভাপতির বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন মৃত শেখ সাহেব আলি। অভিযোগ, সামলা বাজার এলাকায় ঢোকার পরই হঠাৎ ১০-১৫ জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। এরপরই দেদারে চলে গুলি।
আরও পড়ুন: এবার রাজভবন হয়ে যাবে জাদুঘর? মমতার দাবিতে তোলপাড় রাজ্যে
তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলির আঘাতে ঝাঁঝরা হয়ে যান ওই তৃণমূল নেতা। মাটিতে লুটিয়ে পড়েন তিঁনি। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ।
আরও পড়ুন: আবহাওয়ায় শনির দশা! আজ থেকেই তুমুল বদল, দক্ষিণবঙ্গের ৭ জেলায় অ্যালার্ট: আবহাওয়ার খবর
তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ততক্ষনে সব শেষ। চিকিৎসকরা শেখ সাহেব আলিকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হাড়হিম করা এই ঘটনায় চঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।