ছাপ্পার বিরোধীতা! তৃণমূল কর্মীদের বেধড়ক পেটালেন তৃণমূল কর্মীরাই

বাংলাহান্ট ডেস্কঃ পুরভোটে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধেই। শাসকদলের ছাপ্পা ভোটের বিরোধিতা করায় আক্রান্ত হলেন খোদ তৃণমূল কর্মীই। ঘটনার জেরে তোলপাড় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকা। এই ঘটনাকে হাতিয়ার করে সরব বিরোধীরাও।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বোড়ডাঙ্গি এলাকায়। সেখানে মারধরের অভিযোগ উঠল দুই তৃণমূল কর্মীকে। ওই দুই তৃণমূল কর্মীর অভিযোগ, এদিন সকালে ভোট দিতে গিয়ে নিজেদের ভোট নিজেরাই দিতে চান তাঁরা। ছাপ্পা চলছিল ওই বুথে। তাঁরা নিজেরা তৃণমূল কর্মী হওয়া সত্ত্বেও তাঁদের হয়ে ছাপ্পা ভোট দিয়ে দেয় অন্য তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করলে চলে বেধড়ক মারধর। পুরো ঘটনাটিতে স্থানীয় তৃণমূল কর্মীদের দিকেই অভিযোগ এনেছেন তাঁরা।

তাঁরা জানিয়েছেন, ‘এলাকার তৃণমূল নেতা গৌতম দাসের অনুগামীরা মারধর করে আমাদের। ওরা ছাপ্পা ভোট দিচ্ছিল। আমরা নিজেদের ভোট দিতে চেয়ে ছাপ্পায় বাধা দিই। তারপরই আমাদের উপর চড়াও হয় ওরা। বুথের পাশেই বেধড়ক মারধর করে।’ নিজেদের তৃণমূল নেতা বিপ্লব মিত্রের অনুগামী বলে দাবি করেছেন আক্রান্তরা।

পুরভোটের দিন তৃণমূলের এহেন গোষ্ঠীদ্বন্দে কার্যতই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। ভোট কেন্দ্রের পাশেই ধর্ণায় বসেন তাঁরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য। পুলিশের হস্তক্ষেপে খানিক নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবে অভিযুক্ত তৃণমূল নেতার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, এদিন সারাদিনই রাজ্যজুড়ে সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সারাদিন ধরে চলেছে মারধর, বুথ দখল, উত্তেজনা। এহেন ভোটকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে আগামীকাল রাজ্যে ১২ ঘন্টার ধর্মঘট ডেকেছে বিজেপি।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর