এবার এয়ারটেল টেক্কা দিতে চলেছে জিওকে ! একই প্ল্যান আনছে ঠিক সেই দামে

অফার দিয়ে চলেছে রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য৷ ইতিমধ্যেই গ্রাহকদের ব্যবহারের নিরিখেই সব থেকে জনপ্রিয় হয়েছে জিও কোম্পানি৷ তাই টানা প্রায় তিন বছর ধরে জিও র দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলির৷ তাই তো এককালে যে সমস্ত কোম্পানির ইন্টারনেট খরচ অনেকটাই বেশি ছিল তারা গ্রাহক টানতে জলের দরে ঘরের অফারগুলি বেচতে বাধ্য হয়েছিল৷ তবে সম্প্রতি জিও ফাইবার নামে একটি হাই স্পিড ইন্টারনেট প্ল্যান আবারও কিছুটা হলেও ধাক্কা দিয়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে৷ তাই এ বার মুকেশের জিও কে টেক্কা দিতে এক জিবিপিএস স্পিডের ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির হল এয়ারটেল৷

আগেই এয়ারটেল ব্রডব্যান্ড কানেকশনের ক্ষেত্রে সব থেকে বেশি 300 এমবিবিস স্পিডের ইন্টারনেট ব্যবহার করা যেত কিন্তু এবারও প্রতিযোগিতায় লড়াই করার জন্য সেটি পরিণত হয়েছে জিবি পিস৷ শুধু হাইস্পিড নেট নয় এর পাশাপাশি আরও অনেক সুবিধা পাবেন গ্রাহকরা, তার জন্য মাসে খরচ করতে হবে 3999 টাকা৷ বিনামূল্যে নেট ব্যবহারের পাশাপাশি তিন মাস নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, এক বছর অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন জি ফাইভ মাসিক সাবস্ক্রিপশন আর এয়ারটেল এক্সট্রিম অ্যাপ সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা, 2999 টাকার আল্ট্রা প্ল্যান ব্যবহার করতে পারেন গ্রাহকরা

যদি 3999টাকার প্ল্যান গ্রাহকরা ব্যবহার করেন সে ক্ষেত্রে কোম্পানির তরফ থেকে 1000 জিবি অতিরিক্ত ডেটা দেবে৷ কিন্তু যতই জিও কে টেক্কা দেওয়ার জন্য পরিকল্পনা আনুক না কেন আদৌ কি জিওকে টেক্কা দেওয়া যাবে? কারণ জিওর মতো একই দামে প্ল্যান শুরু হলেও জিওতে অনেক কম দামে প্ল্যান রয়েছে, অনেক সুবিধা রয়েছে ৷ সে ক্ষেত্রে এয়ারটেল জিও বাজারে কতটা প্রভাব ফেলতে পারবে তা দেখার সময়ের অপেক্ষা৷

সম্পর্কিত খবর