রানু মন্ডলের গান শুনে এই প্রতিক্রিয়া দিলেন লতা মঙ্গেশকর

রাতারাতি সেলিব্রিটি হয়ে ইন্টারনেটে সেনসেশনাল হয়ে উঠেছেন রানাঘাটের ভবঘুরে রানু মন্ডল৷ এখন তিনি আর ভবঘুরে নন কারণ, বলিউডে গান গেয়েছেন তিনি৷ তাই বলিউড তারকা বললেও ভুল হয় না৷ রানাঘাট রেলস্টেশনের প্যায়ার কা তামান্না গান গেয়ে জীবন কাটানো মানুষটি এখন বিভিন্ন আঙ্গিকে গান গাইছেন৷ বলিউজের সিনেমার প্লেব্যাক সিঙ্গার হয়েছেন তিনি৷ হিমেশ রেশমিয়ার হাত ধরে গেয়ে ফেলেছেন তেরি মেরি কাহানি, আশিকি গান৷ এমনকি কলকাতার একটি দুর্গাপুজোর থিম সংও গেয়েছেন রানু৷ ইন্টারনেটে এখন তিনি লতাকন্ঠী রানু মন্ডল বলেই বেশি পরিচিতি পাচ্ছেন৷ ইতিমধ্যেই তাঁর গানের প্রশংসা করেছেন শঙ্কর মহাদেবন, তবে রানুর গান শুনে এবার প্রতিক্রিয়া দিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর৷ রানুর গান শুনে তিনি জানিয়েছেন নকলের স্থায়িত্ব বেশিদিন নয়৷

ranumondal 1566503970

এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে রানু মন্ডলের গান শোনার পর তিনি জানিয়েছেন, ‘আমার গান গেয়ে কেউ যদি ভালো থাকে, উন্নতি হয় ৷ তাহলে সত্যিই নিজেকে ধন্য মনে করব ৷ তবে আমার মনে হয় কাউকে নকল করে বেশি দিন থাকা সম্ভব নয় ৷’একইসঙ্গে দেশের অন্যতম স্বনামধন্য সঙ্গীতশিল্পী মুকেশ, কিশোর ও আশা ভোঁসলের গান গাওয়ার প্রসঙ্গ টেনে লতা জানিয়েছেন সুনিধি ও শ্রেয়া ছাড়া নাকি কারোর নামই এঁদের গান গাওয়ার তালিকায় মনে পড়ছে না তাঁর৷তাই রানু মন্ডল সম্পর্কে বলতে গিয়ে তিনি বার বার নকলের স্থায়িত্ব নেই বলেই দাবি করেছেন৷ একইসঙ্গে এরা ঝড়ের মতো আসে ও ঝড়ের মতো চলে যায় বলেও জানান তিনি৷

 

সামাজিক মাধ্যমে লতাকন্ঠী বলা হলেও আদতে কিন্তু কখনই কেই কারোর বিকল্প হতে পারে না৷ হ্যাঁ রানু মন্ডলের গানের কন্ঠ নিশ্চয় প্রশংসনীয় কিন্তু তা বলে কিংবদন্তী শিল্পীক সঙ্গে না তুলানা করারও আর্জি জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন অনেকেই৷

সম্পর্কিত খবর