জল বাঁচাও জীবন বাঁচাও শ্লোগান কে সঙ্গী করে এলাকায় জল নষ্ট না করার বার্তা দিল বাঁকুড়ার তিন স্কুল পড়ুয়া

 

ইন্দ্রানী সেন,বাঁকুড়া: দেশ জুড়ে যখন পানীয় জল সংকট সংবাদ শিরোনামে স্থায়ী ভাবে জায়গা করে নিয়েছে তখনই এলাকার মানুষ কে জলের ব্যবহার বিষয়ে সচেতন করতে পথে নামলো তিন ক্ষুদে পড়ুয়া।

এলাকার মানুষকে ‘জল সংকট’ বিষয়ে সচেতন করতে এই ভাবেই পড়ার ফাঁকে পথে নামলো বাঁকুড়ার ইন্দাসের আকুই পশ্চিমপাড়ার তিন ক্ষুদে পড়ুয়া। আকুই ইউনিয়ন হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র অদ্রিশ মুখার্জী,আকুই রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর দুই ছাত্রী প্রান্তিক ও সায়ন্তিকা মুখার্জ্জীরা সকাল থেকেই বাড়ি বাড়ি জল নষ্ট না করার বার্তা দিচ্ছে।

IMG 20190701 WA0064

এতকিছু থাকতে হঠাৎই জল নষ্ট করতে বাড়ি বাড়ি ঘোরার কারন জানতে চাইলে পঞ্চম শ্রেণির অদ্রিশ বলে,” কদিন ধরে খবর কাগজে চেন্নাই এর জল সংকটের খবর পরেছি। ওখানে লেখা আছে আমরা জল নষ্ট করলে একদিন আমরাও খাবার জল পাবো না। জলই জীবন তাই আমাদের প্রত্যেকের উচিত জল বাঁচানো।”

পাড়ার এই তিন ক্ষুদের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রত্যেকেই। এবার থেকে জল নষ্ট ও সংরক্ষণের বিষয়ে আমরা সবাই সচেতন হবো।

সম্পর্কিত খবর