আজকের ম্যাচে নামার আগে প্রবল চাপে কার্তিক, বড় পরীক্ষার সামনে ধোনি

বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএল (IPL) এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতের দুই অভিজ্ঞ উইকেট কিপার। এক দিকে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স অপরদিকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তবে আজ মাঠে নামার আগে দুই দলই রয়েছে প্রবল চাপে কারন দুই দলের অধিনায়কের ভূমিকা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে।

তবে আজকের ম্যাচে নামার আগে কিছুটা স্বস্তিতে ধোনি। কারণ পরপর তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করার পর গত ম্যাচে দুর্দান্ত 10 উইকেটে জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। দলের দুই ওপেনার রয়েছেন দুর্দান্ত ছন্দে। অপরদিকে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর কাছে হারের পর বেশ চাপ সৃষ্টি হয়েছে দীনেশ কার্তিকের উপর। একদিকে যেমন ব্যাট হাতে পুরোপুরি ভাবে ব্যর্থ দীনেশ কার্তিক তেমনি দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়েও উঠে গিয়েছে অনেক প্রশ্ন।

8037342269a658c74ed8ff11fed12a7f472fbde4ca3f992f9c920112e5d5bdb1e8490d90

ধোনির ব্যাটে রান না এলেও ধোনির অধিনায়কত্ব নিয়ে খুব বেশি কথা উঠার জায়গা নেই। তবে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা শুরু হয়েছে আর তাই আজকের ম্যাচে প্রবল চাপে দীনেশ কার্তিক। এছাড়াও দীনেশ কার্তিকের ব্যাটিং পজিশন নিয়েও প্রশ্ন উঠেছে। কত নম্বরে ব্যাটিং করতে আসবেন দীনেশ কার্তিক? কাকে দিয়ে এই ম্যাচে ওপেন করাবে নাইট রাইডার্স? ইতিমধ্যেই এইসব নানার প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে যাই হোক আজকের ম্যাচে যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর