টানা দুদিন দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি! কখন কোথায় শুরু? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: তীব্র তাপপ্রবাহ, এরই মাঝে জারি হল লু-এর সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গতকাল তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির মত। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েক জায়গার জন্য জন্য অতিপ্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। তবে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ছুটির দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৪-৭ ডিগ্রি ওপরে থাকার সম্ভাবনা। এর মধ্যে পশ্চিমের জেলাগুলি নিয়ে বাড়তি সতর্ক করেছে আবহাওয়া দফতর। আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।

অতিপ্রবল তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই ৮ জেলার কোনও কোনও জায়গায়। জারি রয়েছে কমলা সতর্কতা। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায়। মঙ্গলবারও এই উপরিক্ত জেলাগুলির পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও। সোমবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

weather heat 4

আরও পড়ুন: চরম আর্থিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তানে ফের বিপর্যয়! ভারী বর্ষণে ৮৭ জনের মৃত্যু, আহত বহু

আজ ও আগামীকাল সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টি হবে না। শুকনো থাকবে আবহাওয়া। তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর