লাগামছাড়া বৃষ্টি! কলকাতায় ৮০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়! দক্ষিণবঙ্গে জারি হাই অ্যালার্ট

   

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ ক্রমে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আগামীকাল অর্থাৎ শনিবার সকালের মধ্যেই ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হতে চলেছে। এমনই ভয়ঙ্কর আপডেট দিল আবহাওয়া দপ্তর (Weather Update)। কোথায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়? কোথায় কোথায় সতর্কতা জারি? জানুন লেটেস্ট আপডেট।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে নিম্নচাপটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় এই নিম্নচাপ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। শনিবার সকালে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যার নাম হবে ‘রেমাল’। আগামীকাল সন্ধ্যার মধ্যেই এটি প্রবল ঘূর্ণিঝড়ের পরিণত হতে পারে।

রবিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা। শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জেরে শনি ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত রাজ্যের বহু জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। এর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে হলুদ সতর্কতা। উপকূলের জেলা গুলিতেও বৃষ্টি বাড়বে। শুক্রবার থেকে উত্তাল থাকবে সমুদ্র তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

আগামীকাল থেকে শনিবার থেকে বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়া বইবে। গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। আগামী ২৬ এবং ২৭ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবারও বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে একাধিক জায়গায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুরে।

weather 91

আরও পড়ুন: ‘জিশুদা, জিৎদা, শুভশ্রী, পায়েল সকলেই…’, গরুপাচার নিয়ে দেবের দাবিতে তোলপাড়

ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে রবিবার থেকে কলকাতা, হাওড়াতেও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিন কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং হাওড়ায় ঝড়ের বেগ থাকতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। উত্তর ২৪ পরগনায় ৮০ থেকে ৯০ কিলোমিটার এবং দক্ষিণ ২৪ পরগনায় ১০০ কিলোমিটার বেগে উঠবে ঝড়। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর