এই গরমে ধেয়ে আসছে বর্ষা, জেনেনিন কি আপডেট দিলো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্কঃ গরম বৃদ্ধি পাওয়া সাথে সাথে কিন্তু রাজ্যে ঢুকতে চাইছে বর্ষাও। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবার্ত সৃষ্টি হওয়ার দরুণ হতে পারে বৃষ্টি (Rain)। সকালের দিকে রোদ ঝলমলে পরিস্কার আকাশ থাকলেও, বেলা বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টির আগাম বার্তা দিল আবহাওয়া অফিস (Weather office)। আবার দেশে নতুন পশ্চিমা বায়ু ঢুকেছে। যার জেরে রাজ্যের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

6c4a067a1eeaf2e656433f6a879d7974

আবার, আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। আবার কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে , আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে।

summer pti

গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৭ ডিগ্রির আশেপাশে এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকেলও, বেলাশেষের দিকে রোদ আবছা হতে শুরু করবে। দমকা বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি কিছু কিছু অঞ্চলে ঝড় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে জানাল হাওয়া অফিস। ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

dd53be5e26bc0c1112f71fbdf7249ca6

কিন্তু এরই মধ্যে আবার এই সপ্তাহে আবহাওয়ার গতি পরিবর্তনের কারণে পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। অরুণাচল প্রদেশ এবং সিকিমের উপর বিচ্ছিন্ন তুষারপাত হতে পারে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, তামিলনাড়ু এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জগুলিতে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর