বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, প্রভাব দেখা যাবে আজ থেকেই: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে ২১ শে জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, যার ফলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে।

বৃষ্টির সাময়িক বিরাম এবং জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গেলেও এবার নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওড়িশা উপকূলের পাশাপাশি বাংলার দক্ষিণ এবং উত্তরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি এই রেশ বজায় থাকবে অন্তত ৪-৫ দিন। আজ থেকেই হালকা প্রভাব পড়তে শুরু করবে। পাশাপাশি পূর্ব ভারতেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

ccb cbcbakba

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা35° C
সর্বনিম্ন তাপমাত্রা28° C
আদ্রতা85%
বাতাস0 km/h
মেঘে ঢাকা93%

আজকের আবহাওয়া:

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে চড়বে তাপমাত্রার পারদ।

delhi rain pti 1621351437

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:

বাংলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। তবে ২১ শে জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার কারণে আজ থেকেই হালকা বৃষ্টি শুরু হবে বাংলার দক্ষিণ এবং উত্তরের বিভিন্ন জেলায়। আর এই বৃষ্টির রেশ বজায় থাকবে ৪-৫ দিন। সূর্যের মুখ দেখা নাও যেতে পারে এইকদিন।

cbbcsccbsb

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর