ঘূর্ণিঝড় ইয়াশ আসার আগেই বাংলায় হবে বৃষ্টি, ঠিক কবে থেকে জানাল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বেভাস অনুযায়ী, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে শনিবার অর্থাৎ আজই তৈরি হবে ঘূর্ণিঝড় ইয়াশ (cyclone yaas)। এরপর তা মাঝ সমুদ্রে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। আগামী মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ইয়াশের প্রভাবে বৃষ্টিও হতে শুরু করবে।

বিগত বেশকিছু দিন ধরে প্রচণ্ড গরমে সেদ্ধ হচ্ছে বাংলার মানুষ। অস্বস্তিকর পরিবেশে প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াশের আগমনের পূর্বে ২৩ শে মে থেকেই সাগরে ঘণ্টায় ৪৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। তারপর ধীরে ধীরে তা শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে। যার প্রভাব মঙ্গলবার থেকেই বাংলার বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। তারপর ২৬ শে মে সকালের দিকে ঘণ্টায় ৬৫ থেকে ৮৫ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়বে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে।

cyclonebengal 1621406339

জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড়ের নাম ইয়াশ রেখে ওমান। পারসি ভাষায় যার অর্থ দুঃখ। ইতিমধ্যেই সরকার আগে থাকতেই বিপর্যয় মোকাবিলার জন্য নানারকম পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। অন্যদিকে সমুদ্রের মৎস্যজীবীদের ২৩ শে মে’র মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেইসঙ্গে ২৪ শে মে সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজকের আবহাওয়া
শনিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

heat1 31 1490932856

সকাল থেকেই চড়া রোদের তেজ দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায়। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়তেই এই রোদের তেজ আরও তীব্র হবে এবং বেশকিছু এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর