বড়দিনের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী, বছরের শেষে কেমন ঠান্ডা পড়বে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বড়দিনের সকালে খুব বেশি ঠান্ডা পড়তে দেখা যায়নি বঙ্গে। যার ফলে বড়দিনের আনন্দে মেতে উঠতে খুব বেশি সমস্যা হবে না বঙ্গবাসীর। আবহাওয়া দফতর (weather office) আগেই জানিয়েছিল, বড়দিন, বর্ষশেষে এবং বর্ষবরণে জাঁকিয়ে ঠান্ডা না পড়ারই বেশি সম্ভাবনা। মন খুলে আনন্দে মেতে উঠতে পারবেন মানুষজন।

তবে হাওয়া অফিস জানিয়েছিল, শুক্রবার এবং রবিবার একটি করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। যার ফলেই, কিছুটা হলেও বাঁধা পাচ্ছে উত্তুরে হাওয়া। যাতে করে দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে সামান্য বৃষ্টি হলেও, উত্তরবঙ্গের বাকি জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের দিকে নেই বৃষ্টির সম্ভাবনা। বরং, তাপমাত্রার পারদ সামান্য হলেও চড়তে পারে।

winter kolkata 22 1513924913

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা27° C
সর্বনিম্ন তাপমাত্রা16° C
আদ্রতা89%
বাতাস0 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

cold wave continues to prevail in delhi minimum temperature 20 degree celsius 312119

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর