৫ জেলায় হতে পারে ধুলোর ঝড়, তাপপ্রবাহের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ চড়ছে তাপমাত্রার পারদ। তীব্র দাবদাহের পর এবার তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (weather office)। রিপোর্ট অনুসারে, আগামী ২৪ ঘণ্টায় বাংলার দক্ষিণের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবংদক্ষিণ ২৪ পরগণার বেশকিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা।

হাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আগামী কয়েকদিন বাংলার আকাশে কোন কালো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাবে না। তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে। এইভাবে টানা ৭-৮ দিন কলকাতাবাসীর অস্বস্তি বাড়িয়ে মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে নতুন মাস অর্থাৎ মে মাসের শুরুর দিকে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

3348cce1 1edc 47bd bfed e1b7ede1c3db 1024x576 1

বাংলার উত্তরের আকাশেও নেই বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার দার্জিলিং এবং কালিম্পং-এ সামান্য বৃষ্টি হওয়ার পর, বৃহস্পতি এবং শুক্রবার নাগাদ উত্তর এবং দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়া
মঙ্গলবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আবছা রোদেলা আকাশ এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

edit 2 1

আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য কমলেও সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে সকালের দিকে রোদের তেজ কিছুটা হলেও কম অনুভূত হচ্ছে, সামান্য আবছা আকাশ দেখা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদের ঝিলিক দেখা দেবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর