প্রাক শীতের মরশুমের মাঝেই, বৃষ্টির সম্ভাবনা এই ৫ টি জেলায়: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণ বঙ্গোপসাগরে সংগঠিত হয়েছে একটি নিম্নচাপ। যার জেরে জেলাগুলোতে প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকছে। আবহাওয়া দফতর (weather office) জানিয়েছে, এই নিম্নচাপের জেরে উপকূলের এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

প্রাক শীতের মরশুমের মাঝেই আবারও হানা দিতে পারে বৃষ্টি। গত কয়েকদিনে বর্ষা বিদায়ের সময়ও বেশ কিছু জায়গায় বৃষ্টির ধারা অব্যাহত ছিল। তবে হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু পরবর্তী ২৪ ঘণ্টায় সবকিছু স্বাভাবিক এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

winter kolkata

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা24° C
আদ্রতা87%
বাতাস13 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

883323 770732 winter dna 04

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করতে চলেছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার থেকে কমতে থাকবে রাতের তাপমাত্রা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর