বর্ষবরণের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী, একঝলকে দেখে নিন আজকের আবহাওয়া রিপোর্ট

বাংলাহান্ট ডেস্কঃ এবার ২০২০ কে বিদায় জানানোর পালা। নতুন বছরকে স্বাগত জানাতে ঠাণ্ডা আবহাওয়াকে (weather) পরোয়া না করেই উৎসবের আনন্দে ভাসবে জনপ্লাবন। কনকনে ঠাণ্ডাকে বুড়ো আঙ্গুল দেখিয়েই চলছে বর্ষশেষের পার্টির মেজাজ। চলছে হইহুল্লোড়, আনন্দ।

তবে এই বর্ষশেষের আনন্দের মাঝেও সতর্ক থাকতে হবে করোনা সংক্রমণের হাত থেকে। তাই দূর্গাপুজোর মতই বেশ কয়েকটি সতর্কতাও জারি করা হয়েছে বর্ষবরণ উৎসবে। এদিকে আবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঠাণ্ডায় মদ্যপান থেকে যতোটা সম্ভব দূরে থাকাই ভালো। মদ্যপান শরীরের তাপমাত্রা অনেকটাই কমিয়ে দেয়। যা এই ঠাণ্ডার মরশুমে আপনার জন্য আরও ক্ষতিকর।

kanla sita ku ghaudaibaku ushum nia........ e1510998669668

আজকের আবহাওয়া
কদিন ধরে শুধু ঠাণ্ডার পারদ নেমেই যাচ্ছে। তাও এই ঠাণ্ডার মধ্যেই কিন্তু বর্ষশেষের এবং বর্ষবরণের আনন্দে জমিয়ে হইহুল্লোড় করছে বঙ্গবাসী। শীতের সময় পিকনিক আর ভ্রমণ, করোনা আবহের মধ্যে কিছুটা কম থাকলেও, আবারও শুরু হয়ে গিয়েছে শীতকালীন ঘোরা ফেরা। তারউপর এবং বর্ষবরণের আরও একরাশ আনন্দের সময়। তাই ঠাণ্ডাকে উপেক্ষা করে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে সকল মানুষজন।

cold weather bonfire

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আকাশে সকালের দিকে আবছা আকাশ থাকবে এবং রাতের দিকে মূলত আবছা থাকবে। এই বর্ষশেষের দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমবে। আবার বেশকিছু জায়গায় প্রবল শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লীতে জারি হয়েছে লাল সতর্কতা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর