বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করছে শীতল বাতাস, আসতে চলেছে জাঁকিয়ে শীতের মরশুম: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ আজ কালী পুজো। দীপাবলীর এই আলোর উৎসবে মাতোয়ার চারিদিক। তবে এই উৎসবের মাঝে কিছুটা ঠান্ডা আবহাওয়া (weather) বিরাজ করলেও, এখনও জাঁকিয়ে শীতের বিষয়ে কিছুই জানায়নি আবহাওয়া দফতর (weather office)। বাংলায় বর্ষা পেরিয়ে প্রাক শীতের মরশুম শুরু হয়ে গেলেও, কনকনে ঠান্ডার বিষয়ে এখনও কোন পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

ইতিমধ্যেই উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। বর্ষা বিদায়ের পর আবহাওয়া শুষ্ক হতে শুরু করেছে। এবার থেকে কমবে তাপমাত্রার পারদ। ইতিপূর্বেই গত কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা, অনুভূত হতে শুরু করেছে শীতল হাওয়া।

winter delhi cold

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা32° C
সর্বনিম্ন তাপমাত্রা21° C
আদ্রতা75%
বাতাস5 km/h
মেঘে ঢাকা65%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে উঁচুতে অবস্থিত মেঘের মধ্য দিয়ে রোদ এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার ধীরে ধীরে লেপ কম্বল বের করার সময় হয়ে যাচ্ছে।

weather 4a995222 d83b 11e7 8802 68a15924f886

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
বর্ষা বিদায়ের পর ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা বিদায় নিতে যেমন বেশি সময় নিয়েছে, তেমনই শীত পড়বে এবার বেশ জাঁকিয়ে। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বিভিন্ন মাত্রায় মেঘলা এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর