পুজোর মরশুমেই আছড়ে পড়তে চলেছে আরও এক ঘূর্ণিঝড়, বড়সড় পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ চলতে থাকা নিম্নচাপ আর বৃষ্টির মাঝে আরও একটি খারাপ খবর দিল আবহাওয়া দফতর (weather office)। চলতি মাসেই একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। তবে এখনও অবধি ঘূর্ণিঝড়ের সময় নির্ধারিত না হলেও, বাংলাদেরশের উপর কিছুটা বিরূপ প্রভাব পড়তে পারে প্রকৃতির।

হাওয়া অফিস আরও জানিয়েছে, অক্টোবর মাসে মোট তিনটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের উপর আছড়ে পড়তে পারে। তবে ঘূর্ণিঝড় কতোটা শক্তিশালী হতে পারে সে বিষয়ে এখনও বিশেষ কিছু না জানালেও, জানা গিয়েছে স্বাভাবিকের থেকে একটু বেশিই বৃষ্টি হবে বাংলাদেশে।

IMG 20210830 WA0006 1

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা33 ° C
সর্বনিম্ন তাপমাত্রা27° C
আদ্রতা86%
বাতাস14 km/h
মেঘে ঢাকা93%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

rain in Kolkata website 1

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
পুজোর মরশুমে বাংলার আকাশের পরিস্থিতি সম্পর্কে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনই এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ৬ ই অক্টোবর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। তবে বঙ্গবাসী থেকে ঠিক কবে বৃষ্টির হাত থেকে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি’। হাওয়া অফিসের এই পূর্বাভাস শুনে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষও।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর