বজ্রবিদ্যুত সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস বাংলার এই ৫ টি জেলায়ঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ এবছর বাংলার উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি পড়লেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম ছিল। আবহাওয়া দফতরের (Weather office) পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি বিদায় নেওয়ার আগে আবারও এক ক্ষেপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে উত্তরেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।

আজকের আবহাওয়া
সকাল থেকে শহরের আকাশ কখনও মেঘলা, তো কখনও রোদ ঝলমলে। বিগত বেশ কিছুদিন ধরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন এলাকায়। তবে আসন্ন দুই নিম্নচাপের জেরে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে।

weather 759 1

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সকালের দিকে বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতে থাকবে মূলত মেঘলা আকাশ। তবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, মুশির্দাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তৈরি হচ্ছে নিম্নচাপ
দূর্গাপুজো আসন্ন। বাঙালীর এই শ্রেষ্ঠ উৎসবে কি বৃষ্টি অসুর সমস্ত কিছু মাটি করে দেবে? সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানায়নি আবহাওয়াবিদরা। তবে একদিকে আন্দামান সাগরে শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ সংগঠিত হতে চলেছে। পাশাপাশি পূর্ব মধ্যে বঙ্গোপসাগরেও ঘনীভূত হচ্ছে অপর একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেলে, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও এর প্রভাব পড়বে।

maxresdefault 122

বৃষ্টি হতে পারে
সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গেও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি মহারাষ্ট্র, কোঙ্কন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, অসম, গোয়া, পুদুচেরি, অরুণাচলপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরে ধেয়ে আসছে ঘোর বর্ষা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর