বিদায় নেওয়ার পথে শীত, বুধবারের পর থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ চলতি মরশুমে আবহাওয়ার (weather) বেশ খামখেয়ালিপনা লক্ষ্য করা গেল। কখনও জাঁকিয়ে ঠাণ্ডা, তো আবার কখনও তাপমাত্রার পারদ বৃদ্ধি, সবমিলিয়ে শীত এখন শেষ পর্যায়ে। শেষবেলায় একটা হালকা শীতের আমেজ ধরে রেখে এবার বিদায় নিতে চলেছে শীতপর্ব।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার অবধি চলবে শীতের এই ব্যাটিং পর্ব। তারপর ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেবে শীত। ব্যাডিংপত্র গুছিয়ে এবার ফিরে যাওয়ার পালা। জায়গা দখল করবে ঋতুরাজ বসন্ত। শীতের আমেজ পার করে এবার প্রেমের মরশুমের দিকে ধাবিত হওয়ার পালা।

883323 770732 winter dna 04

আজকের আবহাওয়া
কলকাতা শহরে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে প্রচুর রোদ এবং রাতের দিকে পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে গতকালের তুলনায় নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রার পারদ।

হাওয়া অফিস জানাচ্ছে, মেঘ সরে গিয়ে শীতের দাপট সহ্য করতে হবে আরও এক প্রস্থ। আগামী ১০ ই ফেব্রুয়ারী অবধি চলতে পারে শীতের এই ব্যাটিং। তারপর থেকে হয়ত ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রার পারদ। এবার শীত প্রেমীদের কাছ থেকে বিদায় নিয়ে, ধীরে ধীরে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করেছে শীত।

jqnn3l8 delhi cold wave journey

বুধবার অবধি শীতের এই ফুল ফর্মে ব্যাটিং চালিয়ে যেতে দেখতে পাওয়া যাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। আবার সামনেই আসছে ভ্যালেন্টাইনস ডে আর সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইনস ডে। তবে মনে হচ্ছে, ভালোবাসার এই দিনগুলোতেও হালকা শীতের আমেজ থাকতেও পারে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর