একটানা বৃষ্টি থেকে রেহাই দক্ষিণবঙ্গে, বর্ষণের আশঙ্কা বাড়ছে উত্তরেঃ আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে। আবহাওয়ার (Weather) পরিবর্তন ঘটতে শুরু করেছে। নিম্নচাপ এবার বাংলার দক্ষিণ দিক থেকে সরে উত্তর দিকে এগোচ্ছে। তবে দক্ষিণবঙ্গের উপর মৌসুমি অক্ষরেখা এখনও অবস্থান করায়, বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির দেখা মিলবে।

নিম্নচাপের স্থান পরিবর্তন
একটানা বৃষ্টির হাত থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের। চলতি বছরে শুরু দিকে উত্তরবঙ্গ ভাসলেও, পরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টিতে ভিজেছে। তবে বর্তমানে আবারও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে নিম্নচাপটি এখন ছত্তিশগড় পার করে মধ্যপ্রদেশে অবস্থান করছে। এরপর ধীরে ধীরে উত্তরপ্রদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

rain 16

আজকের তাপমাত্রা
আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও, আবারও তারপমাত্রার পারদ চড়তে শুরু করেছে।

শনিবার সকাল থেকেই কলকাতা শহররে আকাশে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। আকাশে কালো মেঘের বদলে পরিষ্কার মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তবে আজ বেশ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলার দিকে আংশিক মেঘলা হওয়ার কথা জানান দিচ্ছে হাওয়া অফিস।

Rain 13

উত্তরে বাড়বে বৃষ্টির পরিমাণ
আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের অবস্থানের পরিবর্তনের জন্য এবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলার উত্তরে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রবিবার সোমবার ভারী বৃষ্টির আভাষ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর