বিশ্ববাংলার লোগো, মন্ত্রী-বিধায়কদের নামে ভুয়ো লেটারহেড! লক্ষ লক্ষ টাকা প্রতারণায় গ্রেফতার মহিলা

বাংলা হান্ট ডেস্কঃ মন্ত্রী এবং বিধায়কদের নামে জাল লেটারহেড, এমনকি বিশ্ব বাংলার জাল লোগো ব্যবহারের মাধ্যমে প্রতারণার ছক! একাধিক মানুষের কাছ থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠলো মৌ গুহ নামে এক মহিলার বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত করছে টালিগঞ্জ (Tollygunge) থানার পুলিশ।

বর্তমানে বাংলায় এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, যেখানে প্রতিদিন নতুন এক দুর্নীতির খবর মিলছে। শিক্ষা হোক কিংবা স্বাস্থ্য অথবা অন্যান্য কোন ক্ষেত্র, দুর্নীতি থাবা বসিয়েছে সব দিকেই আর এবার শাসকদলের মন্ত্রী এবং বিধায়কদের সই জাল করার অভিযোগ উঠল। তৃণমূল কংগ্রেসের সাংসদ থেকে শুরু করে বিধায়কদের সই জাল করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করা হয়। সম্প্রতি অভিযোগ পাওয়া মৌ গুহ নামে ওই মহিলার বিরুদ্ধে তল্লাশি শুরু করে পুলিশ এবং অবশেষে টালিগঞ্জ থেকে তাকে পাকড়াও করা হয়।

পুলিশ সূত্রে খবর, বাংলার বিভিন্ন প্রান্তে মোট আটজন মানুষকে ঠকিয়ে আনুমানিক ১২ লক্ষ টাকার কাছাকাছি প্রতারণা করে ওই মহিলা। এক্ষেত্রে বিধায়ক এবং মন্ত্রীদের পরিচয় দেখিয়ে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি থেকে শুরু করে অন্যান্য একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক্ষেত্রে কখনো নিজেকে তৃণমূল নেতা দেবাশিস কুমারের আপ্ত সহায়ক বলে ভুয়ো পরিচয় দেওয়া, আবার কখনো চন্দ্রিমা ভট্টাচার্যের পরিচিত বলে নিজেকে দাবি করেছিল ওই মহিলা। ফলে স্বাভাবিকভাবেই মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করে সে এবং পরবর্তীতে ফিরহাদ হাকিম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জাল সইয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে প্রতারণার সঙ্গে জড়িত ছিল মৌ গুহ।

সম্প্রতি গড়িয়াহাটের একটি পরিবার এই প্রতারণার শিকার হয় এবং পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তাকে গ্রেফতার করা গিয়েছে। অভিযোগকারিণী দিপালী মিত্র জানান, “আমি পেশায় জ্যোতিষী, আমার কাছে ওই মহিলা হাত দেখানোর জন্য আসে। সেই সময় আমাদের মধ্যে অনেক কথা হয় এবং আচমকা উনি আমায় গড়িয়াহাটে একটি ফ্ল্যাট দেখাতে নিয়ে যান। উনি নিজেকে দেবাশিস কুমারের আপ্ত সহায়ক বলে জানান এবং ফ্ল্যাটটি লীজে পাইয়ে দেওয়ার কথা বলেন। এমনকি ওর কাছে আমি একটি সোনার চেনও দিই।”

দিপালী মিত্রের কন্যা অন্বেষার কথায়, “আমাদের থেকে অনেক টাকা হাতিয়ে নেয় ওই মহিলা। এমনকি নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচিত বলেও জানান উনি।” এরপরই অবশ্য মৌ গুহর বিরুদ্ধে সন্দেহ হয় অভিযোগকারী পরিবারের এবং পরবর্তীতে পুলিশের কাছে অভিযোগ জানান তারা। এরপরেই গ্রেফতার করা হয় তাকে।

jpg 20220711 184126 0000

এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “প্রতারণার বিষয়টি সম্পর্কে সব খবর শুনলাম। পুলিশের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। আমার সই পর্যন্ত জাল করেছে অভিযুক্তা। সবাইকে আমি একটাই কথা বলব, সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর