হুজুগে মেতে বাঙালি! ‘লক্ষ্মী ছেলে’কে বয়কটের ডাক নিয়ে ক্ষুব্ধ শ্রীলেখা-জিতু কামালরা

বাংলাহান্ট ডেস্ক: বয়কট সংষ্কৃতি (Boycott Culture) জাঁকিয়ে বসেছে বিনোদন পাড়ায়। বলিউড থেকে টলিউড, দৃশ‍্যটা সব জায়গায় একই রকম। এই মুহূর্তে নেটমাধ‍্যমে বয়কটের ডাক দেওয়া হচ্ছে কৌশিক গঙ্গোপাধ‍্যায় পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’কে (Lokkhi Chele)। এর আগে ধর্মযুদ্ধ এবং বিসমিল্লাও একই ভাবে বয়কটের ডাকের মুখে পড়েছিল।

বাংলায় একের পর এক ছবিকে এভাবে বাতিল সংষ্কৃতির শিকার হতে দেখে ক্ষুব্ধ ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরাও। জিতু কামাল, যার ‘অপরাজিত’ হাল ফিরিয়েছিল টলিউডের, তিনি সংবাদ মাধ‍্যমকে বলেন, একটা ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। কেন্দ্রীয় সরকারের গঠন করা একটা বোর্ড যেখানে যারা রয়েছেন সবাই সিনেমাবোদ্ধা। সেই বোর্ডকে অমান‍্য করার সাহস কোথা থেকে আসছে?

Jeetu
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় আবার বলেন, বাংলায় বয়কট ট্রেন্ড খুব একটা দেখা যাচ্ছে না। কোনো ছবি চলার হলে সেটা আপনিই চলবে বলে মত তাঁর। বয়কট সংষ্কৃতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। তাঁর স্পষ্ট বক্তব‍্য, এখন সবাই হুজুগে চলে। কেউ একজন ঠিক করে দিলে বাকিরা তার কথায় চলছে। একজন শিল্পী নিজের মতো করে ছবি তৈরি করেন। সেটা ধর্ম নিরপেক্ষ নাকি নয় সেটা তো দেখে তারপরেই বিচার করা উচিত।

সমাজের কুসংষ্কার, অন্ধবিশ্বাস এবং ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত করার চেষ্টা চালায় আমির, শিবনাথ এবং গায়েত্রী নামে তিন ডাক্তারি পড়ুয়া। এটাই লক্ষ্মী ছেলের গল্প। ছবিটি নাকি প্রথমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি। আপত্তি জানিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
শেষমেষ বিষয়টাতে হস্তক্ষেপ করেন গায়ক অভিনেতা রাজনীতিবিদ বাবুল সুপ্রিয়। তিনি নিজে এই ছবিতে অভিনয় করেছিলেন। তবে সে সময়ে তিনি ছিলেন বিজেপিতে। আর ছবি মুক্তির সময়ে বাবুল তৃণমূলে। তাই তাঁর রাজনৈতিক পরিচয়ের জন‍্য বিবাদ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Lokkhi chele 1
বয়কট সংষ্কৃতির ভুক্তভোগী প‍রিচালক রাজ চক্রবর্তী আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন সংবাদ মাধ‍্যমের কাছে। রাজের অভিযোগ, এইসব একটি বিশেষ রাজনৈতিক দলের আইটি সেল ইচ্ছা করে করাচ্ছে যাতে তারা সব ক্ষেত্রই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে। ধর্মযুদ্ধ, বিসমিল্লার পর এবার লক্ষ্মী ছেলেরর সঙ্গে এমন হচ্ছে। আগামী দিনে সব ছবির সঙ্গেই হবে।

ধর্মযুদ্ধ বয়কটের প্রসঙ্গে ক্ষুব্ধ রাজ বলেন, কিছু প্রোফাইল থেকে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। তাদের ডিপিতে লাগানো ভারতমাতার ছবি। অথচ এতটাই দুঃসাহস যে বলছে রাজ শুভশ্রীর বিছানায় যুদ্ন হলে সেটা দেখতে পারি! পরিচালক জানান, তাঁর ছেলে, তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি কেউ ধর্মযুদ্ধের প্রশংসা করলে তাকে শেষ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। এদের কোনো জাত, শিক্ষা নেই বলে মত রাজের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর