‘তোমাকে ছাড়া আমি…’, নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী! নিজেই ফাঁস করলেন পরিচয়

বাংলা হান্ট ডেস্ক : শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) বাংলা ইন্ডাস্ট্রির এক এমন ব্যক্তিত্ব যার কর্মজীবনের চেয়েও ব্যক্তিগত জীবন নিয়েই মানুষের আগ্রহ বেশি। তার সাবলীল অভিনয়ের সামনে টিকতে পারে এমন বাঙালি অভিনেত্রী খুব কমই আছে। এই মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ (Devi Choudhurani) নিয়ে। এই গল্পকে কেন্দ্র করেই ছবি তৈরি করছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)।

ইতিমধ্যেই মানুষ দেখেছে দেবী চৌধুরানী হয়ে ওঠার জন্য ঠিক কতটা পরিশ্রম করছেন শ্রাবন্তী। শিখেছেন ঘোড়া চালানো, শিখেছেন তলোয়ার চালানোও। আর অভিনেত্রীর এই প্রস্তুতি পর্ব বেশ ভালোই বুঝিয়ে দিচ্ছে যে, চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে কোনও খামতি রাখতে চান না শ্রাবন্তী। এখন নাকি তিনি হবু বৌমা ও ছেলের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন।

এসবের মাঝেই শ্রাবন্তী তার জীবনের বিশেষ মানুষটির নাম প্রকাশ্যে আনলেন। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, তবে কি আবারও সম্পর্কে জড়িয়েছেন নায়িকা? তবে কি চতুর্থ বিয়েটা সেরেই ফেলবেন অভিনেত্রী? এইসব প্রশ্নে যখন সোশ্যাল মিডিয়া জেরবার তখন শ্রাবন্তী নিজেই সবার মনের কৌতুহল মিটিয়ে দিলেন। জানালেন বিশেষ মানুষটির পরিচয়।

আরও পড়ুন : কার্নিভালে দিদির পাশে সূর্য, রাজনীতিতে আসছেন অভিনেতা! জল্পনা সোশ্যাল মিডিয়ায়

প্রথমেই বলি, এই মানুষটি শ্রাবন্তীর জীবনে বিশেষ তো বটে। তবে তিনি প্রেমিক নন, বরং তিনি হলেন শ্রাবন্তীর বেস্ট ফ্রেন্ড। তার নাম হল সঞ্চারি চক্রবর্তী। দিন কয়েক আগেই নিজের বান্ধবীদের নিয়ে ছুটি কাটাতে গেছিলেন নায়িকা। আর সম্প্রতি সেই বান্ধবীর জন্মদিন উপলক্ষ্যে একটি বিশেষ ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে সঞ্চারির সামনে রয়েছে বার্থডে কেক।

আরও পড়ুন : সৌরভকে হারিয়ে দিলেন অরিজিৎ! জিয়াগঞ্জের ভূমিপুত্রের জয়জয়কার গোটা বাংলায়

 

ছবিটি পোস্ট করে শ্রাবন্তী ক্যাপশনে লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি আমার জীবন ভাবতেই পারি না প্রিয় বন্ধু। লাভ ইউ’। একথা তো সকলেই জানেন যে, জীবনে বন্ধুত্ব কত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। প্রতিটা মানুষেরই উচিত প্রকৃত বন্ধুদের যত্নে রাখা। শ্রাবন্তীও এই বিষয়টা ভিষণ রকম মাথায় রাখেন। তাই তো বন্ধুর জন্মদিনে এরকম একটা আবেগপূর্ণ বার্তা লিখেছেন।