ইতিহাস গড়লেন রোনাল্ডো, খেলা দেখে অনুপ্রাণিত হয়ে অবসর ভাঙলেন NFL তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সময়টা ভালো যাচ্ছিলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরোয়া কাপ প্রতিযোগিতাগুলি থেকে দল ছিটকে গেছে অনেক আগেই। লিগে শীর্ষ চারে শেষ করা নিয়ে বড়রকমের প্রশ্নচিহ্ন রয়েছে। খাতায় কলমে ছোট দলগুলির বিরুদ্ধে নিয়মিত পয়েন্ট হারাতে হচ্ছিলো। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়া যাবে কিনা সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তার ওপরে শেষ সপ্তাহে একই শহরের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেষ্টার সিটির বিরুদ্ধে বড় ব্যবধানে হার পরিস্থিতি করেছিল খারাপ।

সময়টা ভালো যাচ্ছিলো না তারও। দেশ বিশ্বকাপে খেলবে কিনা সেই নিয়ে নেই কোনও নিশ্চয়তা। ২০২২ এ দু মাস মিলিয়ে গোল করেছিলেন মাত্র একটি। এফ এ কাপে তার পেনাল্টি মিসের জন্যই নক আউট হয়েছিল ম্যান ইউ। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে নামতে পারেননি চোট থাকায়। প্রবল চাপের মধ্যে থেকে জবাব দেওয়ার জন্য বেছে নিলেন শনিবারের ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যাম হটস্পার্সের বিরুদ্ধে ম্যাচটিকে। ইপিএলে দ্বিতীয় সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার হিসাবে হ্যাটট্রিক করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিলেন রোনাল্ডো। সেইসঙ্গে টিমটিম করে জ্বালিয়ে রাখলেন ম্যান ইউয়ের প্রায় নিভে আসা লিগের টপ ফোরে ফিনিশের সম্ভাবনা।

Cristiano Ronaldo 4

শনিবার হ্যাটট্রিক করে একাধিক রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যান ইউকে একবার ২৭ গজ দূর থেকে বুলেট শটে, আরেকবার জেডন স্যাঞ্চোর পাস থেকে নিখুঁত ফিনিশে এগিয়ে দিয়েছিলেন তিনি। দু বারই সমতায় ফেরে আন্তোনিও কন্তের দল। একবার তারকা স্ট্রাইকার হ্যারি কেনের পেনাল্টিতে। আরেকবার ম্যান ইউ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের আত্মঘাতী গোলে। কিন্তু শেষপর্যন্ত ৮২ মিনিটে হেডে গোল করে নিজের কেরিয়ারের ৫৯ তম এবং ক্লাব ফুটবলে নিজের ৪৯ তম হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেন সিআরসেভেন। সেই সঙ্গে ফিফার হিসাব অনুযায়ী জোসেফ বিকান-কে (৮০৫) টপকে ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের (৮০৭) মালিক বনে যান রোনাল্ডো।

ronaldo brady

শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে এসেছিলেন সর্বকালের অন্যতম সেরা তারকা বাস্কেটবল খেলোয়াড় “টম ব্র্যাডি”। সম্প্রতি নিজের অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। শনিবার রোনাল্ডোর অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে সকলের মতোই আনন্দিত হন এই তারকা। ম্যাচের শেষে রোনাল্ডোর সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়। তার একদিনের মধ্যেই নিজের অবসর ভেঙে ফের একবার জনপ্রিয় বাস্কেটবল টুর্নামেন্ট এনএফএলে ফেরার কথা টুইট করে জানান ব্র্যাডি।

তিনি জানান তিনি এখনও তার দল “ট্যাম্পা বে”-এর হয়ে খেলা চালিয়ে যাবেন। ভক্তরা মনে করছেন রোনাল্ডোর সাথে কথা বলে এবং তার পারফরম্যান্স দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর