IPL-এ অনৈতিকভাবে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপের পুরস্কার! বিস্ফোরক মন্তব্য এবি ডিভিলিয়ার্সের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল আরম্ভ হওয়ার পর কেটে গিয়েছে ১৬ বছর। এই নির্দিষ্ট সময়ে একাধিক ব্যাটার জিতেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাব অরেঞ্জ ক্যাপ। স্বদেশী ক্রিকেটারদের পাশাপাশি একাধিক বিদেশী ক্রিকেটারও এই পুরস্কার জয় করেছেন। কিন্তু সম্প্রতি প্রাক্তন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডেভিলিয়ার্স অরেঞ্জ ক্যাপ জয়ের ব্যাপারে এমন একটি মন্তব্য করেছেন যা নিয়ে কিছুটা বিতর্ক আরম্ভ হয়েছে।

অবশ্য তার আগেই অরেঞ্জ ক্যাপের বিষয়ে একটি বিশেষ পরামর্শ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটের টপ মুডি। তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে একজন ব্যাটার সর্বোচ্চ রান সংগ্রহ করলেই তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া উচিত নয়। এই নির্বাচন কিসের ভিত্তিতে হওয়া উচিত সেই সম্পর্কেও একটি মূল্যবান পরামর্শ দিয়েছেন তিনি।

তিনি বলেছেন অরেঞ্জ ক্যাপ জয়ীর রান সংখ্যার সঙ্গে স্ট্রাইক রেটকে মাথায় রেখে। অনেক ক্রিকেটারই এমন আছেন যারা নিজেরা প্রচুর রান করে যাচ্ছেন কিন্তু তাতে দলের কোন লাভ হচ্ছে না। অপরদিকে শুরুতে ব্যাট করতে না নামা অনেক মেডেল অর্ডার ব্যাটার আছেন যারা বিশাল বড় স্কোর না করলেও দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নিজেদের ক্যামিওগুলি দিয়ে। অরেঞ্জ ক্যাপের বর্তমান নিয়ম তাদের সঙ্গে বেশ কিছুটা অনাচারই করছে।

এই ধারণার সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করে একটি টুইট করেছেন এবি ডিভিলিয়ার্স। দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছেন তিনি। কিন্তু যেহেতু আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি চার অথবা পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছেন তাই কোনদিনও অরেঞ্জ ক্যাপ জয়ের সুযোগ হয়নি তার।

মুডির মন্তব্যকে সমর্থন জানিয়ে এবি ডিভিলিয়ার্স সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলেছেন, “অনেকদিন ধরেই আমি এমন পরামর্শ দিয়ে আসছি। এই বর্তমান নিয়মে মিডিল অর্ডার ব্যাটাররা বঞ্চিত হয়ে থাকে। দুই ওপেনার বা খুব বেশি হলে তিন নম্বরে নিয়মিতভাবে ব্যাটিং করতে নামা ক্রিকেটাররাই অরেঞ্জ ক্যাপের দৌড়ে সামিল থাকেন।’ এখন দেখার দুই প্রাক্তন তারকা ক্রিকেটারের পরামর্শ মেনে ভবিষ্যতে আইপিএলের এই বিশেষ নিয়মে কোন পরিবর্তন হয় কিনা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর