Sandeshkhali: আচমকা টর্নেডোর হানা সন্দেশখালিতে! ৩০ সেকেন্ডের ঝড়ে গৃহহীন হাজার হাজার মানুষ

বাংলাহান্ট ডেস্ক : আচমকা টর্নেডোর হানায় লন্ডভন্ড অবস্থা সন্দেশখালীর। শুক্রবার দুপুরে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয় প্রাকৃতিক বিপর্যয়। তার মধ্যেই সন্দেশখালি এলাকায় মাত্র ৩০ সেকেন্ডের টর্নেডোয় ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল আগেই। সেইমতো গভীর নিম্নচাপের জেরে বিস্তীর্ণ দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী এলাকায় চলছে ব্যাপক বৃষ্টিপাত। বেশ কিছু জায়গায় বইছে ঝোড়ো হাওয়া। এরই মধ্যে শুক্রবার দুপুরে আচমকা টর্নেডো ঝড়ের হানায় লণ্ডভণ্ড অবস্থা সন্দেশখালির। মাত্র ৩০ সেকেন্ডের এই ঝড়ে গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ।

শুক্রবার দুপুরে সন্দেশখালি ১ নম্বর ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতে হঠাৎ টর্নেডো শুরু হয়। আচমকা এই ঝড়ে অনুমান করা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০টিরও বেশি বাড়ি। টর্নেডোর ফলে উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। বিস্তীর্ণ এলাকা এখনো বিদ্যুৎহীন।jpg 20220819 180646 0000

তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঝড় থামার পর এলাকায় উপস্থিত হয় পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। তারা পৌঁছলে দেখেন গোটা এলাকা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অধিকাংশ বাড়ির টিনের চাল উড়ে চলে গেছে। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। রাস্তার চারিদিকে ভেঙে পড়ে আছে বড় বড় গাছ। এই ঘটনার ফলে গৃহহীন হয়েছেন প্রায় দু হাজারের কাছাকাছি মানুষ। প্রশাসন সূত্রে খবর, যে সকল গ্রামবাসীর বাড়ি ভেঙে গেছে তাদের ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ৩০ সেকেন্ডের টর্নেডোর ঝড়ের ফলে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে সন্দেশখালীর এমনটাই ধারণা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর