পর্যটকদের জন্য দুঃসংবাদ! ৩ দিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, কালিম্পং-সিকিম যেতে ধরতে হবে এই রুট

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বন্ধ রাখা হবে ১০ নম্বর জাতীয় সড়ক (National Highway)। পাহাড় থেকে বোল্ডার পড়ার কারণে এর আগে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার ধসের মাটি ও পাথর সরানোর কাজের জন্য ও মেরামতির জন্য বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক। জানা গেছে ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে একটানা তিন দিন।

পর্যটকদের এই তিন দিন অন্য পথ দিয়ে যেতে হবে কালিম্পং, দার্জিলিং, সিকিম। কালিম্পং প্রশাসন জানিয়েছে, একটানা ৭২ ঘণ্টা বন্ধ রাখা হবে ১০ নম্বর জাতীয় সড়কের রবিঝোরা থেকে ২৯ মাইল পথ। শুক্রবার এই ঘোষণা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কালিম্পং প্রশাসন।

আরোও পড়ুন : এক মাসেই সোনার দরে ৩০০০ টাকা পতন! বিয়ের মরশুমে খুশির খবর, কততে বিকোচ্ছে রূপো ?

মূলত মেরামতির কাজের জন্যই জাতীয় সড়ক বন্ধ রাখা হবে। এই সময়ে ঘুরপথে যাতায়াতের জন্য চিহ্নিত করা হয়েছে অন্যান্য পথ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় সড়কের এই পথ ৭২ ঘণ্টা বন্ধ থাকবে ৬ মে সকাল ৬টা থেকে ৯ মে সকাল ৬টা পর্যন্ত। এই সময়টাতে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে।

আরোও পড়ুন : উইকেন্ডে কমল পেট্রোল ডিজেলের দাম, জারি হল নয়া রেট! কততে বিক্রি হচ্ছে কলকাতায়?

সেবক, লাভা, গরুবাথান, আলগাড়া হয়ে ঘুর পথে এই সময়কালে শিলিগুড়ি থেকে কালিম্পং-দার্জিলিং এবং সিকিমের মধ্যে যানবাহন চলাচল করবে। রংপো থেকে শিলিগুড়ি যাওয়ার সময় ছোট যানগুলি মুনসোং ১৭ মাইল আলগাড়া-লাভা-গোরুবাথান হয়ে যেতে পারবে। কালিম্পংয়ের চিতর থেকে আলগাডা-লাভা-গরুবাথান হয়ে যাওয়া যাবে শিলিগুড়ি এবং একই পথে ফিরে আসা যাবে।

IMG 20240504 172826

পণ্যবাহী যানবাহনগুলি এই রুটে শিলিগুড়ি ও কালিম্পংয়ের মধ্যে যাতায়াত করতে পারবে। এর আগে ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বন্ধ করা হয়েছিল ১০ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তার অনেক জায়গায় মেরামতি ও সম্প্রসারণের প্রয়োজন হয়ে পড়েছে। তাই রাস্তা বন্ধ রেখে সেই কাজ করা হবে। পর্যটনের মরশুমে রাস্তা বন্ধ থাকায় কিছুটা হলেও সমস্যায় পড়বেন পর্যটকরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর