কাজ করছে না ট্রেনের এসি! অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় জানলার কাঁচ ভাঙলেন যাত্রীরা

   

বাংলা হান্ট ডেস্ক: এবছর দেশজুড়ে পড়েছে রেকর্ড গরম। যার জেরে কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড় আমজনতার।বিশেষ করে এই গরমের মধ্যে যাদের প্রতিনিয়ত ট্রেনে যাতায়াত করতে হচ্ছে তাদের তো ঘেমে নেমে স্নান হয়ে যাওয়ার জোগাড়! এসি ছাড়া দূরপাল্লার ট্রেনে সফর করতে গিয়েও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাত্রীদের।

তাই এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে রেলের নিয়মের তোয়াক্কা না করেই জেনারেল কোচের যাত্রীরাও হুড়মুড়িয়ে ঢুকে পড়ছেন এসি  কামড়াগুলিতে। গরমে অতিষ্ঠ হয়ে যাত্রীদের এমন কার্যকলাপের ভিডিও হামেশাই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি তেমনই ট্রেনের এসি কাজ না করায়, প্রচন্ড অস্বস্তি থেকে নিস্তার পেতেই এসি কোচের কাঁচের জানলা ভেঙে ফেলেন একদল ট্রেন যাত্রী। আসলে বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ না হওয়ায় প্রচন্ড গরমের হাত থেকে নিস্তার পেতেই  যাত্রীরা শেষ পর্যন্ত ট্রেনের জানলার কাঁচটাই ভেঙে ফেলেন।

রেল সূত্রে খবর আনন্দবিহার থেকে পাটনা গামী ওই ট্রেনে অনেক সময় ধরে এসি কাজ করছিল না। যার ফলে যাত্রীরা ওই ০৩২৫৬ স্পেশাল ট্রেনের খারাপ এসি কোচ নিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে অভিযোগ জানিয়েছিলেন।

আরও পড়ুন: একটা গ্যাসেই হবে দেড় মাসের রান্না, কীভাবে? আজ থেকেই মেনে চলুন এই সিক্রেট টিপস

কিন্তু তারপরেও রেলের তরফে কোন ব্যবস্থা না নেওয়ায় প্রচন্ড গরমের মধ্যে দমবদ্ধ পরিস্থিতির হাত থেকে নিস্তার পেতেই ক্ষোভের বশেই ওই এসি কোচের কাঁচের জানলা ভেঙে ফেলেন একদল ক্ষুব্ধ জনতা এরপর বাইরের খোলা বাতাস ভিতরে বেশ স্বস্তি পান উপস্থিত সকল যাত্রীরা।

শুধু তাই নয় সম্প্রতি একজন যাত্রী তাঁর পরিবারের সাথে সফর করছিলেন ১৫৬৫৮ ব্রহ্মপুত্র এক্সপ্রেসের AC-৩ কোচে। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিয়ে বেশ রসিকতা করেই লিখেছেন, ‘আমার পরিবার এবং আমাকে ট্রেনে উঠে  নিজেদের সিটেপৌঁছানোর জন্য লড়াই করতে হয়েছিল’। কারণ তিনি ওঠার আগেই সাধারণ কোচের যাত্রীরা কোনো নিয়মের তোয়াক্কা না করেই তাদের সমস্ত দখল করে নেয়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর