যাত্রা শুরুর আগে গভীর শ্রদ্ধায় ট্রেনে মাথা ঠেকালেন চালক! ভাইরাল ছবি ভালোবাসায় ভরালেন নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: জীবনরক্ষার তাগিদে মানুষকে বেছে নিতে হয় বিভিন্ন পেশার পথ। তবে, সেই পেশাগত কাজগুলিকেই রীতিমত শ্রদ্ধার সাথে করতে পছন্দ করেন অনেকেই। নিয়মানুবর্তিতার ওপর ভর করে এবং কাজের প্রতি সৎ থেকে তাঁরা সেই পেশাগত অভ্যাসের মাঝেই নিজেদেরকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে ফেলেন। আর এভাবেই তাঁরা তাঁদের কাজে হয়ে ওঠেন দিকপাল।

আমরা সবাই জানি যে, আমাদের দেশে রেলপথ যাতায়াতের ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিনই দেশজুড়ে লক্ষ্য লক্ষ্য মানুষ রেলপথের ওপর নির্ভর করেই পৌঁছে যান নিজেদের গন্তব্যে। পাশাপাশি, অন্যান্য যাতায়াতের মাধ্যমের তুলনায় রেল যাত্রায় খরচও অত্যন্ত কম। আর যে কারণে খুব সহজেই এটিতে চড়তে পারেন সকলেই। পাশাপাশি, করোনা আবহে লকডাউন চলাকালীন সংক্রমণ এড়াতে ট্রেন চলাচল বন্ধ থাকায় কার্যত ভেঙে পড়ে দেশের যোগাযোগ ব্যবস্থা। তাই রেলপথের গুরুত্ব যাত্রীদের কাছে অত্যন্ত অপরিসীম।

তবে, এই সমগ্ৰ যাত্রায় যাঁরা সদা সতর্ক থেকে যাত্রীদের নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছে দেন তাঁরা হলেন ট্রেনের চালক। হাজার হাজার যাত্রীর জীবন কার্যত তাঁদেরই হাতে অর্পিত থাকে। আর যাত্রীরাও সেইসব অভিজ্ঞ চালকদের ভরসাতেই সফর করেন ট্রেনে। এমতাবস্থায়, সম্প্রতি এক মন ভালো করা ছবি সামনে এসেছে নেটমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে যাত্রা শুরু করার আগে পরম শ্রদ্ধায় ট্রেনের দেওয়ালে মাথা ঠুকে প্রণাম করছেন এক চালক।

অর্থাৎ, সর্বশক্তিমানের কাছেই সুষ্ঠু যাত্রার উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন তিনি। শুধু তাই নয়, উল্লেখযোগ্যভাবে তিনি ট্রেনটিকেই কার্যত কল্পনা করেছেন ঈশ্বরের সাথে। আর এভাবেই নিজের কর্মস্থলের প্রতি ভক্তি-শ্রদ্ধা এবং ভালোবাসা প্রদর্শন করেছেন ওই চালক।

ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গিয়েছে যে, একটি ফাঁকা লোকাল ট্রেনের যাত্রার ঠিক পূর্বমুহূর্তে চালক তাঁর কেবিনে ওঠার আগে ব্যাগ কাঁধে নিয়েই পরম শ্রদ্ধায় মাথা ঠেকিয়ে প্রণাম করছেন ট্রেনটিকে। আর এই ছবিটিই তুলে ধরা হয়েছে নেটমাধ্যমে। যা খুব সহজেই মন জিতে নিয়েছে নেটিজেনদের। পাশাপাশি, এটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানাতে থাকেন তাঁরা। নিজের কাজের প্রতি অত্যন্ত যত্নশীল হলেই যে এই ভক্তি প্রদর্শন করা সম্ভব সেটাও একবাক্যে মেনে নিয়েছেন সকলেই। এছাড়াও, ওই চালককে কুর্ণিশও জানিয়েছেন নেটাগরিকরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর