‘জিও-র ডেটা ও সনিয়ার বেটা’ ভাইরাল সেই ট্রেনের হকারকে গ্রেফতার করল RPF

বাংলা হান্ট ডেস্ক: “জিও-র ডেটা ও সনিয়ার বেটা- দুটোই শুধু বিনোদনের কাজে লাগে”। রেলের এই হকার রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। গ্রাহককে খেলনা বেচতে তাঁর অভিনব ছলা-কলা দেখে মজা নিয়েছেন নেটিজেনরা। কিন্তু অবশেষে পুলিস গ্রেফতার করল সেই অবধেশ দুবেকে। আরপিএফ তাঁর বিরুদ্ধে দায়ের করেছিল FIR। আদালত তাঁকে ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।

6dbef img 20190602 wa0006

সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে নরেন্দ্র মোদী সহ প্রমূখ রাজনৈতিক নেতাদের নিয়ে মস্করা করে খেলনা বেচেন এই যুবক। গোটা দেশে ভাইরাল হয়ে যায় তাঁর ৬ মিনিটের ভিডিয়ো। পণ্য বেচার এমন ছল-চাতুরি দেখে স্তম্ভিত হন নেটিজেনরা।

রেল পুলিস এই ভাইরাল ভিডিয়ো দেখে মামলা দায়ের করে তাঁর বিরুদ্ধে। অবধেশ দুবেকে শুক্রবার গ্রেফতার করা হয় গুজরাটের সুরাত স্টেশন থেকে। গত ২ বছর ধরে অবধেশ থাকেন গুজরাটের বালসাড়ে, আদতে তিনি বারাণসীর বাসিন্দা। ভাপি থেকে সুরাত রেললাইনে হকারি করেই তাঁর দিন চলে। কিন্তু এই ঘটনার পর, আরপিএফ, রেলওয়ে আইনের ৪৪ ধারা (হকারি ও ভিক্ষা নিষিদ্ধ), ১৪৫বি (ট্রেনের কামরায় বিশৃঙ্খলা ও অশ্লীল শব্দের প্রয়োগ) ও ১৪৭ ধারায় (কামরায় বেআইনি প্রবেশ) FIR দায়ের করে তাঁর বিরুদ্ধে।

অবধেশ সুরাটের বিচারবিভাগীয় জেলাশাসকের ফার্স্ট ক্লাস কোর্টে তাঁর অপরাধ স্বীকার করেছেন। ৩৫০০ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে। ১০ দিনে বিচারবিভাগীয় হেফাজতেও পাঠানো হয়েছে।

দেখে নিন সেই ভিডিও-

সম্পর্কিত খবর