অপরাধ বামেদের মিছিলে হাঁটা, বৃদ্ধা মায়ের গলা টিপে অত্যাচার তৃণমূল নেতা ছেলের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন আর তার পূর্বে শাসক বনাম বিরোধী দ্বন্দ্বে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। একদিকে যখন পঞ্চায়েত ভোটে নিজেদের ক্ষমতা কায়েম রাখতে তৎপর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), আবার অপরদিকে একের পর এক দুর্নীতি এবং অন্যান্য বিষয়গুলিকে কেন্দ্র করে শাসক দলকে কোণঠাসা করতে মরিয়া বিজেপি, সিপিএমের মত বিরোধী দলগুলি।

এর মাঝেই এবার বামেদের (Cpim) মিছিলে হাঁটার অপরাধে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল তার নিজের ছেলের বিরুদ্ধেই। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বীরভূম (Birbhum) জেলায়।

ঘটনাটি বীরভূমের মাড়গ্রাম থানা সংলগ্ন গোপালপুর এলাকার। সূত্রের খবর, সম্প্রতি বামেদের একটি মিছিল বের হয় গোটা এলাকা জুড়ে আর সেখানেই হাঁটতে যান শিখা লেট নামে এক বৃদ্ধা। তবে তার এই কর্মকাণ্ডের জন্য যে এক ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করে রয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি ঐ বৃদ্ধা। বামেদের মিছিলে হাঁটার অপরাধে ছেলের রক্তচক্ষুর সামনে পড়তে হয় বৃদ্ধা মাকে।

রামপুরহাট দুই নম্বর ব্লক অন্তর্গত গোপালপুরের তৃণমূল কর্মী বিধান লেট নিজের মাকে গলা টিপে ধরে এবং পরবর্তীতে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। পরবর্তীতে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে। স্থানীয় সূত্রে খবর, মাকে মারধর করার জন্য ইতিমধ্যেই ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

hvbvbb

সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে এদিন শিখাদেবী বলেন, “আমার দুইজন ছেলে। বড় ছেলে তৃণমূল কর্মী। কয়েকদিন আগে বামেদের মিছিলে হাঁটতে গিয়েছিলাম। তারপর ছোট ছেলের বাড়িতে থাকার পর গতকাল বড়র বাড়িতে ফিরে আসি। তবে এরপর আচমকাই সে আমাকে মারধর করে। কোমর এবং পিঠে প্রচণ্ড ব্যথা আমার।” তবে এক্ষেত্রে শুধুমাত্র বামেদের মিছিলে হাঁটার জন্য মারধর করাই নয়! বৃদ্ধার অভিযোগ, এর পূর্বেও সম্পত্তির লোভে তার ওপর বেশ কয়েকবার অত্যাচার করে বিধান লেট।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর