ত্রিপুরায় কৃষ্ণের ভূমিকায় অভিষেক, পঞ্চপান্ডবের বিশেষ দল তৈরি করল তৃণমূল


বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে বাংলায় মোদী-শাহের পরিবর্তন রথকে থামিয়ে দিতে সক্ষম হওয়ার পর থেকেই বাংলার বাইরে তৃণমূলের বিস্তার মরিয়া সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। টার্গেট মূলত বিজেপি শাসিত আসাম এবং ত্রিপুরা। বাংলার নির্বাচনে তৃণমূলের ভাষায় কার্যত ‘ডেইলি-প্যাসেঞ্জারি’ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে বাংলা জিততে সমর্থ হননি তারা। এবার ত্রিপুরার জন্য কার্যত একই ফর্মুলা অবলম্বন করল তৃণমূল। আমি যেহেতু বাংলার সঙ্গেই ভোট মিটে গিয়েছে তাই ত্রিপুরাতে এখন মূল টার্গেট করবেন তারা, নিয়ে কোন সন্দেহ নেই।

সেই লক্ষ্যে ইতিমধ্যেই তৃণমূল নেতাদের ত্রিপুরায় যাতায়াত শুরু হয়েছে। ইতিমধ্যেই সফর করেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীও (Abhishek Banerjee)। তা নিয়েও যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। এবার আরও একধাপ এগিয়ে কার্যত ত্রিপুরার জন্য পঞ্চপান্ডবের দল ঠিক করে দিল তৃণমূল। এই দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), পূর্তমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak), তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Retabrata Bandopadhyay) এবং প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী (Samir Chakraborty)।

জানা গিয়েছে, এই পঞ্চপান্ডব কেমন কাজ করছেন তাও নজরে রাখা হবে। মাসে অন্তত দু-তিনবার ত্রিপুরায় সফর করবেন অভিষেক ব্যানার্জি। কার্যত তার কাছেই জমা পড়বে প্রোগ্রেস রিপোর্ট। আপাতত তাদের জন্য বেশ কয়েকটি কাজ তালিকাবদ্ধও করা হয়েছে। তিন দিনের সফরে সাংবাদিক সম্মেলন করতে হবে এবং তুলে ধরতে হবে বিপ্লব দেব (Biplab Deb) সরকারের ব্যর্থতা। রাজ্য, জেলা এবং ব্লক তিনস্তরের নেতানেত্রীদের সাথেই নিয়মিত রূপে বৈঠক করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কি জনকল্যাণমূলক প্রকল্প পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের কাছে তার উল্লেখ করতে হবে। দেশে মোদী সরকার কিভাবে দেশকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, মনকে তো বোঝাতে হবে।

biplab mamata

এই পঞ্চপান্ডবের এক গুরুত্বপূর্ণ প্রতিনিধি বলেন, “রাজনৈতিক রূপরেখা তৈরি করেই আমাদের ত্রিপুরা পাঠানো হচ্ছে। কী কী কাজ কী ভাবে করতে হবে তা-ও বলে দেওয়া হয়েছে। কাজ করতে খুব একটা অসুবিধা হবে না।” এমনিতে ত্রিপুরায় রীতিমতো সমীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে আইপ্যাকের টিম। বাধার সম্মুখীন হয়েছেন তারাও। আর তারপর থেকেই ত্রিপুরাকে আরও বেশি গুরুত্ব দিয়ে দেখতে শুরু করেছে তৃণমূল। ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচন রয়েছে ২০২৩ সালে। তারপরেই চব্বিশের লোকসভা, ত্রিপুরায় তৃণমূলের আশাপূর্ণ হলে লোকসভার আগে যে বড়ো অ্যাডভান্টেজ পাবে বিরোধীজোট তা বলাই বাহুল্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর