‘শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতোই পালাবেন নরেন্দ্র মোদি’, বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে মুদ্রাস্ফীতির কারণে শ্রীলঙ্কা (Sri lanka) দেশটির পরিস্থিতি ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। শিক্ষা, স্বাস্থ্য এবং দৈনন্দিন জীবন সংকটের মুখে পড়ায় কয়েক মাস পূর্বেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা রাজাপক্ষে( Mahinda Rajapaksa)। শুধু তাই নয়, বর্তমানে দেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের (G. Rajapaksha) পদত্যাগের দাবিতে প্রতিবাদে নেমেছে দেশবাসী। শ্রীলঙ্কার এই পরিস্থিতির সঙ্গে এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) এক সূত্রে বেঁধে দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali)। তাঁর দাবি, “শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মতোই একই অবস্থা হবে নরেন্দ্র মোদির।” কিন্তু হঠাৎ কেন তিনি এহেন মন্তব্য করলেন?

উল্লেখ্য, আজ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পথের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে। ২০০৪ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পটি পাশ করা হলেও সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়। যদিও রেলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর ব্যাপারে মতপ্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, আজ বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানি এই প্রকল্পটির ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন।

এই প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “মানুষকে বোকা বানানো এত সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পটির সূচনা হয় এবং রাজ্য সরকার এক্ষেত্রে যথেষ্ট সহায়তা করেছিল, তা সত্বেও মুখ্যমন্ত্রীকে ডাকা হলো না।” সেই প্রসঙ্গটিকে টেনে তৃণমূলের অপর এক বিধায়ক ইদ্রিস আলি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন যখন মেট্রোপথের সূচনা হয়েছিল, তখন তাঁকে আমন্ত্রণ না জানানো অনুচিত।”

অতীতেও ভিক্টোরিয়া মেমোরিয়ালে অমিত শাহের একটি অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে একইভাবে আমন্ত্রণ জানানো হয়নি। সেই সময়ও উক্ত ঘটনাটি নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে বিবাদ সৃষ্টি হয় আর বর্তমানে মেট্রোপথের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সরগরম রাজনীতি। এই প্রসঙ্গে ইদ্রিস আলি বলেন, “শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মতোই পরিণতি হবে নরেন্দ্র মোদির। শিয়ালদহ মেট্রোপথের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রতিনিধিকে না ডাকাটা অসৌজন্যতামূলক।”

Narendra Modi 8

যদিও রেলের তরফ থেকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ ফিরহাদ হাকিম এবং অন্যান্য তৃণমূল বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। প্রসঙ্গত, গত শনিবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনের সামনেই প্রতিবাদ দেখাতে থাকে অসংখ্য মানুষ। এমনকি প্রধানমন্ত্রীর বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। অবশ্য ইতিমধ্যেই রাষ্ট্রপতি তাঁর বাসভবন ছেড়ে পালিয়ে গিয়েছেন এবং তিনি আগামী ১৩ ই জুলাই পদত্যাগ করতে চলেছেন বলে খবর সামনে উঠে আসছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর