বাংলার যুবশক্তি নামে নতুন কর্মসূচী লঞ্চ করছে তৃণমূল, নেতৃত্ব দেবেন অভিষেক

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় (Weat bengal) স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভার্চুয়াল বৈঠকের পাল্টা বৈঠক করলেন তৃণমূলের (All India Trinamool Congress) যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন নির্বাচনে নিজেদের জায়গা অক্ষুণ্ণ রাখতে একটি নতুন নেটওয়ার্ক গঠনের ডাক দিলেন। ‘বাংলার যুবশক্তি’, যা গড়ে উঠবে বাংলার প্রায় ১ লক্ষ ২৫ হাজার যুবাদের নিয়ে।

শহীদ স্মরণের আগেই গঠিত হবে নেটওয়ার্ক
আগামী ২১ শে জুলাইয়ের সমাবেশ এবার কোথায় হবে, তা এখনও স্থির হয়নি। তবে শহীদ স্মরণের আগেই এই নেটওয়ার্কের কাজ শেষ করতে চায় যুবনেতা। এবারে যদি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যদি, ২১ জুলাইয়ের সমাবেশ করতে হয়, সেদিকেও কোন ত্রুটি রাখতে চান না অভিষেক।

abhishek tmc

ভার্চুয়াল বৈঠক
‘বাংলার যুবশক্তি’ নেটওয়ার্ক গঠনের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা বৃহস্পতিবার থেকেই। এর আগে মঙ্গলবারের ভিডিও কনফারেন্সের বৈঠকে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে নেটওয়ার্কের কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়েছিল।

কিভাবে গঠিত হবে এই টিম?
১৮-৩৫ বছরের মধ্যেকার যুবক-যুবতীদের নিয়ে গঠিত এই টিমে এলাকার স্বচ্ছ ভাবমূর্তি বিশিষ্ট যুবরা থাকছে। গোটা রাজ্যকে মোট ৫টি জোনে ভাগ করে জোনের অধীনে রাখা হয়েছে জেলা কমিটিকে। এবং ফিল্ড কমিটি থাকবে জেলা কমিটিগুলির অধীনে। সকল দায়িত্ব থাকবে কো-অর্ডিনেটরের হাতে। জেলা কমিটিগুলোর প্রত্যেকটি সদস্যের উপরে ২টি বা ৩টি ব্লক বা শহরের দায়িত্ব দেওয়া থাকবে। পাশাপাশি প্রত্যেক ফিল্ড ইউনিট মেম্বারের উপরে ১০টি করে পরিবারের দায়িত্ব থাকছে।

bangla

টিমের কাজ
সমস্ত বিষয়টির উপর নজর রাখবে তৃণমূল যুব কংগ্রেসের টিম এবং পিকের টিম। ১১ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যেই ১ লক্ষ ২৫ হাজার যুবক-যুবতীকে এই নতুন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে চাইছে সবুজ শিবির। বাংলার মানুষের কাছে জনপরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকবে এই নতুন টিম। নাগরিকদের যে কোন রকম সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ নেবে। পাশাপাশি সমস্যা সমাধানের জন্য পুরসভা বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর