অভিষেকের কর্মসূচিতে জল ঢালল ত্রিপুরা পুলিশ, তৃণমূলের পদযাত্রার মিলল না অনুমতি

বাংলা হান্ট ডেস্কঃ ১৫ তারিখ ত্রিপুরায় বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তবে সেই আয়োজনে জল ঢালল ত্রিপুরার পুলিশ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। প্রশাসনের তরফ থেকে অনুমতি না মেলায় ফের যে দুই দলের সংঘাত বাড়তে চলেছে, তা বলার আর অপেক্ষা রাখে না।

ত্রিপুরা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, রাজ্যের নিয়ম মতে এরকম কোনও আয়োজন করতে গেলে ৭২ ঘণ্টা আগে অনুমতি চাইতে হয়। কী কারণে, আর কিসের আয়োজন সেই নিয়েও বিস্তারিত তথ্য দিতে হয়। আয়োজনে কারা উপস্থিত থাকবেন, কোথায় বা কোন রুটে আয়োজন হচ্ছে, সেগুলিও পুলিশকে জানাতে হয়।

ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃণমূলের আয়োজনের দিনে একই রুটে অন্য একটি রাজনৈতিক দলের অনুষ্ঠান রয়েছে। তাঁরা তৃণমূলের আগেই সেই অনুষ্ঠানের জন্য অনুমতি চেয়েছিল। সেই কারণে তাঁদের অনুমতিও দেওয়া হয়েছে। আর যেহেতু একদলকে অনুমতি দেওয়া হয়েছে, সেহেতু অন্য দলকেই একই রুটের জন্য একই দিনে অনুমতি দেওয়া সম্ভব না।

যদিও, ত্রিপুরা পুলিশের সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা তৃণমূলের পর্যবেক্ষক কুণাল ঘোষ জানিয়েছে যে, বিজেপি আমাদের দেখে ভয় পাচ্ছে বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি করার অনুমতি দিচ্ছে না। আমাদের আগামী পদক্ষেপ কী হবে, সেটা নিয়ে আলোচনা চলছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর