এবার থেকে এই দিনে আর বেড়াতে যেতে পারবেন না সুন্দরবন! নয়া নির্দেশিকায় ঝটকা পর্যটকদের

বাংলাহান্ট ডেস্ক : ভ্রমণপিপাসুদের কাছে সুন্দরবন এক আবেগের নাম। তবে এবার সুন্দরবনপ্রেমীদের জন্য দুঃসংবাদ। এখন থেকে সপ্তাহে মঙ্গলবার পর্যটকদের জন্য বন্ধ থাকবে সুন্দরবন (Sundarban)। এতদিন পর্যন্ত পর্যটকরা সপ্তাহের সাত দিনই সুন্দরবন ভ্রমণের সুযোগ পেতেন। কিন্তু নতুন এই নির্দেশিকার (Guidelines) ফলে মঙ্গলবার করে পর্যটকরা আর সুন্দরবন ঘুরতে পারবেন না। সূত্রের খবর, এই নিয়ম আগামী মাস থেকেই প্রযোজ্য হবে।

রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় গত ১০ ই মার্চ এই সংক্রান্ত একটি নির্দেশিকা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পকে পাঠিয়েছেন। সেই নির্দেশিকা অনুযায়ী গত সোমবার ব্যাঘ্র প্রকল্পের সমস্ত রেঞ্জারকে একটি নির্দেশিকা পাঠান সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অজয় কুমার দাস। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী ১ লা এপ্রিল থেকে।

সূত্রের খবর, ব্যাঘ্র প্রকল্পের নিজস্ব কাজকর্মের সুবিধার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এতদিন পর্যন্ত পর্যটকরা সপ্তাহে সাত দিনই সুন্দরবন ভ্রমণ করতে পারতেন। যদিও কোভিড কালে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। তারপর কোভিড পরিস্থিতি কাটিয়ে ওঠার সাথে সাথেই নতুন ছন্দে ফিরতে শুরু করে সুন্দরবন। রয়্যাল বেঙ্গলের দর্শন পেতে এতদিন পর্যন্ত প্রায় রোজই ভিড় লেগে থাকত আট থেকে আশির।

এই বিষয়ে রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় বলেছেন, “পর্যটকদের জন্য রাজ্যের সমস্ত অভয়ারণ্য একদিন করে বন্ধ থাকে। এবার থেকে সেই নিয়ম বলবৎ করা হল সুন্দরবনের ক্ষেত্রেও। এর ফলে অভয়ারণ্যের নিজস্ব কাজকর্মে সুবিধা হবে। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জ, বসিরহাট রেঞ্জ, ন্যাশনাল ফরেস্ট (ইস্ট) ও ন্যাশনাল ফরেস্ট (ওয়েস্ট)-সহ সব রেঞ্জকে।”

sundarban boat tour

পাশাপাশি দেবল বাবু জানিয়েছেন, মঙ্গলবার করে পর্যটকদের জন্য বিধি-নিষেধ থাকলেও সাধারণ মানুষরা যাতায়াত করতে পারবেন। এ ব্যাপারে অজয় কুমার দাস বলেছেন, “সপ্তাহে একদিন করে অভয়ারণ্য বন্ধ থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। জঙ্গল রক্ষণাবেক্ষণ করার জন্য এটি জরুরী।” তবে, সুন্দরবনের এই নতুন নির্দেশিকার কারণে পর্যটকরা যে বড়সড় ধাক্কা খেতে চলেছেন একথা বলাই বাহুল্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর