তুলসি চাষ বদলে দেয় জীবন, বছরে কয়েক লক্ষ টাকা আয় করছেন নাদিম খান

বাংলাহান্ট ডেস্ক : সারা দেশে ঘরে ঘরে তুলসী গাছের পুজো হয়। বিজ্ঞানও বিশ্বাস করে যে তুলসী গাছের পাতা আমাদের শরীর সুস্থ রাখতে অনেকাংশে সাহায্য করে। ছোটবেলায় আমাদের মা ঠাকুমারা কাশি, সর্দি ইত্যাদি রোগ সারাতে সাহায্য নিতেন তুলসী পাতার। আমাদের দেশে সর্বত্রই তুলসী গাছ প্রায় বিনামূল্যেই পাওয়া যায়।কিন্তু, এখন তুলসী গাছও হয়ে উঠছে উপার্জনের মাধ্যম।

দেশের অনেক কৃষক তুলসী চাষ করে ভালো লাভ করছেন। উত্তর প্রদেশের পিলিভীতে বসবাসকারী নাদিম খান এমনই একটি নাম। পুরানপুর ব্লকের শেরপুর কালান গ্রামে তুলসী চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নাদিম। এক সাংবাদিকের সাথে কথা বলতে গিয়ে নাদিম জানিয়েছেন, জয়েন্দ্র সিং নামে এক কৃষি বিজ্ঞানের ছাত্র তাকে তুলসী চাষে অনুপ্রাণিত করে তোলেন।

এরপর নাদিম তার জমিতে তুলসীর বীজ রোপণ করেন। কয়েক সপ্তাহ সেচ দেওয়ার পরে, গাছগুলি পূর্ণাঙ্গ রূপ পায়।তুলসি চারা গুলি গাছে রূপান্তরিত হওয়ার পরে, তিনি গাছগুলি কেটে শুকিয়ে নেন।সেগুলি বাজারে বিক্রি হয় ভালো দামে । এই কাজ এখন নিরবচ্ছিন্নভাবে চলছে বলে জানিয়েছেন এই কৃষক।

tulsi 1 2

জানা গেছে, বর্তমানে নাদিম তুলসী চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি, ডাবর, পতঞ্জলি এবং হামদর্দের মতো বড় ওষুধ কোম্পানিগুলি প্রতি কুইন্টাল 7000 টাকা দরে ​​তুলসী কেনে।সব মিলিয়ে এখন কৃষকদের আয়ের বিকল্প পথ হতে পারে এই তুলসী চাষ। আয়ুর্বেদ থেকে হোমিওপ্যাথ,এর ব্যাপক চাহিদা রয়েছে সর্বত্রই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর