“ভারতকে স্বাধীনতার শুভেচ্ছা না জানিয়ে, পাকিস্তান নিয়ে ভাবুন” পাকিস্তানিদের কাছে চূড়ান্ত অপমানিত সানিয়া মির্জা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সানিয়া মির্জা টেনিস বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র। ভারতীয় টেনিস সুন্দরী ২০১০ সালে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব আখতারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি গতকাল ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গিয়ে ভারতবাসীদের উদ্দেশ্যে নিজের শুভেচ্ছা জানিয়েছিলেন। তার ভারতীয় পতাকার সামনে টেনিস খেলার একটি মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “শুভ স্বাধীনতা দিবস। ৭৫টা গৌরবময় বছর।” যদিও তার এই টুইটের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

বেশিরভাগ মানুষই অত্যন্ত আন্তরিকভাবে তার পোস্ট করা শুভেচ্ছাবার্তাটি গ্রহণ করেছিলেন। তবে কিছু কিছু পাকিস্তানি মানুষ তার শুভেচ্ছা বার্তাটিকেও ট্রোল এবং ঘৃণা বর্ষণ করার মঞ্চ হিসাবে ভেবে নিয়েছে। কেউ কেউ তাকে বলেছেন “ভারতকে নিয়ে যখন এতই দরদ তখন একজন ভারতীয়কে বিয়ে করলেই হতো।” কেউ কেউ আবার বলেছেন যে তার আর ভারত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তিনি পাকিস্তানের স্বাধীনতা দিবসই উদযাপন করুক।

Screenshot 20220816 083334 Chrome

যদিও বিয়ে হওয়ার পরেও সানিয়া মির্জা কোনওদিনই নিজের ভারতপ্রেম ত্যাগ করেননি। তা সত্ত্বেও অন্য একজন লিখেছেন, “ভারতীয় হয়েও আপনি কি পাগল, যে দেশের জন্য ভারত ভাগ হয়েছে সেই দেশের নাগরিককে বিয়ে করে এখন আপনি ভারতকে শুভেচ্ছা জানাচ্ছেন!”

তবে সোশ্যাল মিডিয়ার গোটাটা জুড়েই যে এমন বিভাজন প্রসারিত, তা নয়। ওয়াঘার ওপার থেকে ভারতের উদ্দেশ্যে আসা একটি বার্তা যেমন সকল নেটিজেনদের মন জয় করেছে। ভারতের জন্য বিশেষ শুভেচ্ছা পাঠান পাকিস্তানি রবাব শিল্পী শিয়াল খান। কিছু নির্মল পাহাড় এবং সবুজ উপত্যকাকে পটভূমি বানিয়ে, তিনি ভারতীয় জাতীয় সঙ্গীত জন গণ মন রবাবে বাজিয়ে শুনিয়েছিলেন। তিনি তার ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “সীমান্তের ওপারের আমার দর্শকদের কাছে রইলো একটা ছোট্ট উপহার।” তার হাতের যন্ত্রের সুরমূর্ছনায় সম্প্রীতির বাঁধন যেন কিছুটা জোরদার হয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর