ED-র দাবি থেকেই সূত্রপাত! ‘টুইট’ যুদ্ধে শুভেন্দু-অভিষেক, হা করে দেখেই গেল সকলে

বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) তদন্তের গতি বাড়াচ্ছে ইডি। কিছুমাস আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আর এই কাকুর গ্রেফতারির পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য ইডির (ED) হাতে। ‘কালীঘাটের কাকু’ পুরনো অফিসে সোমবার রাত থেকে টানা তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। বুধবার সেই তল্লাশির কথা প্রেস বিবৃতি প্রকাশ করে জানিয়েছে ইডি। সেই বিবৃতিতে তারা উল্লেখ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।

এই নিয়েই চড়লো পারদ! সেই বিবৃতি নিয়ে টুইট, পাল্টা টুইটে তরজায় জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুই নেতার এহেন টুইট লড়াই কার্যত নজিরবিহীন।

ইডির বুধবারের প্রেস বিজ্ঞপ্তিটি গতকালই বিকাল ৪টে ৯ মিনিটে প্রথমে টুইট করেন শুভেন্দু লেখেন, ‘‘আমি এক জনের স্মৃতিকে একটু তাজা করে দিতে চাই, যিনি বার বার বলেছেন, তদন্তকারী সংস্থা যদি তার বিরুদ্ধে কোনও প্রমাণ দিতে পারে তা হলে তিনি স্বেচ্ছায় ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যাবেন। রাজ্যের মানুষ তার এই সমস্ত কথাকে ধর্তব্যের মধ্যে ধরেন না। আপনার ফাঁসির মঞ্চে যাওয়ার দরকার নেই। তার চেয়ে বরং তদন্তকারী সংস্থার অফিসে যান। আশা করি আপনার বিবেককে জাগ্রত করার জন্য এটুকুই যথেষ্ট।’’

বিরোধী দলনেতার এই টুইটের ঠিক ১২ মিনিট বাদে পাল্টা টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে নারদ স্ট্রিং অপারেশনে শুভেন্দুর ছবি টুইট করে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড লেখেন, ‘‘আশা করি আপনার বিবেক জাগ্রত করার জন্য এই ছবিটি যথেষ্ট। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনি কবে তদন্ত সংস্থার দফতরে যাবেন?’’

আরও পড়ুন: ‘অশিক্ষিত, মূর্খ! রাকেশ রোশন অভিনেতা,কোনটা মহাকাশ, কোনটা..’, মমতাকে ধুয়ে দিলেন শুভেন্দু

ঘড়ির কাঁটায় বিকাল ৪টে বেজে ৫৬ মিনিটে! অভিষেকের পাল্টা টুইট করেন শুভেন্দু। সেখানে তিনি নারদ স্টিং অপারেশনে সৌগত রায়, ফিরহাদ হাকিম ও কাকলি ঘোষ দস্তিদারের ছবি দিয়ে অভিষেকের প্রশ্ন ছুঁড়ে লেখেন, ‘‘এ ব্যাপারে আপনি কেন আপনার কাকা ফিরহাদ হাকিম, দাদু সৌগত রায় আর পিসি কাকলি ঘোষ দস্তিদারকে জিজ্ঞাসা করছেন না?’’

শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে ছবি টুইট করেছেন তাতে কেবল তাকে খবরের কাগজ হাতে দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন শিশির পুত্র। এরপর বিকাল ৫টা ৪০ মিনিটে নারদা-কাণ্ডে এবার বিরোধী দলনেতার একটি ভিডিয়ো টুইট করেন অভিষেক ইডি এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলকে উল্লেখ করে লেখেন, নারদকাণ্ডের এফআইআরে যাদের নাম রয়েছে, তাদের সকলের বিরুদ্ধেই তদন্ত হোক।

এরপর হয়তো চাঁদের মাটিতে চন্দ্রযান অবতরণ দেখতে ব্যস্ত হয়েছে যান দুজনাই। কিছুক্ষন বন্ধ থাকে দেশের মাটিতে দাঁড়িয়ে টুইট যুদ্ধ। চন্দ্রযান তখন অবশ্য পৌঁছে গিয়েছে চাঁদের মাটিতে। এরপর ঘড়ির কাঁটায় রাত ৮ টা। সেই সময়েই ফের কোমর বেঁধে যুদ্ধে থুড়ি টুইট যুদ্ধে নামেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন: Breaking: নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসু-কে তলব CBI-র! শোরগোল রাজ্যে

ডায়মন্ড হারবারের সাংসদের দ্বিতীয় টুইটটি কে রিটুইট করে শুভেন্দু লেখেন, রুজিরা নারুলা কে? মেনকা গম্ভীরই বা কে? আপনি লিপ‌্স অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর ছিলেন। এখন কারা সেই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন সেটা কি সামনে আনবেন?

রাত ৮টা ৩৯ মিনিট! ফের একটি টুইট করে অভিষেক লেখেন, একজন ইডি-সিবিআই থেকে বাঁচতে নিজের বাবা-ভাইকেও দর কষাকষিতে নামিয়েছেন। তার অন্যের আত্মীয়দের নিয়ে কথা বলা সাজে না। অভিষেকের খোঁচা, তারা সকলে যেন কোন দলে রয়েছেন?

রাত ৯টা বেজে ১০ মিনিট! শুভেন্দুর পাল্টা টুইট, ‘‘অর্জুন সিংহ, মুকুল রায়, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলালেরা কোন দলে রয়েছেন?’’

সমাপ্তি…

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর