বগটুই, হাঁসখালি কাণ্ডও নড়াতে পারল না ভীত! বিরোধীদের উড়িয়ে তৃণমূলের জয়জয়কার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয় পেল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি রাজ্যে রামপুরহাট, হাঁসখালি প্রভৃতি ঘটনার জেরে তীব্রভাবে সমালোচিত হচ্ছিলো শাসক দল। তৃণমূল সুপ্রিমোর মন্তব্য বিশাল নিন্দা কুড়িয়েছিল।সকলে আশা করেছিলেন যে তার প্রভাব উপনির্বাচনের ফলাফলে হয়তো দেখা যেতে পারে। কিন্তু সেইসব আশঙ্কা তুড়ি মেরে উড়িয়ে বিজয় পতাকা উড়িয়ে দিল তথাকথিত মা-মাটি-মানুষের দল।

বালিগঞ্জ তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন জোড়া-ফুলের প্রার্থী এবং প্রাক্তন বিজেপি কর্মী বাবুল সুপ্রিয়। জয়ের ক্ষেত্রে তার ভোটের ব্যবধান ছিল ২০,০৩৮। লক্ষ্যনীয়ভাবে বিজেপিকে সরিয়ে এই কেন্দ্রের দ্বিতীয়স্থানে রয়েছেন এলাকার সিপিআইএম প্রার্থী সায়রা হালিম। তৃতীয় স্থানে নেমে গেছেন বিজেপির কেয়া ঘোষ।

অন্যদিকে আসানসোলেও অভূতপূর্ব ফলাফল করে লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে তৃণমূল। শেষ খবর পাওয়া অবধি ২.৮০ লক্ষ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

তমএই দুই কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের পক্ষে জনমত দেওয়ার জন্য আসানসোল ও বালিগঞ্জের ভোটারদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘আমাদের মা-মাটি-মানুষ সংগঠনের প্রতি আমাদের মানুষের নববর্ষের উপহার হিসেবে বিবেচনা করছি। আবারও আমাদের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ।’

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর