আর মাত্র কয়েকদিন পরেই পৃথিবী পেতে চলেছে আরো একটি চাঁদ! সম্পূর্ন মানুষের হাতে তৈরি

একটা নয় একই সাথে দুটো চাঁদ (moon) দেখা যাবে পৃথিবীর (earth) আকাশে! এই অক্টোবর মাসে এমনই দৃশ্য দেখা যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। গত কোটি কোটি বছর ধরে পৃথিবীর চাঁদ একমাত্র উপগ্রহ। তবে মাঝে বেশ ছোট বস্তু পৃথিবীর মহাকর্ষীয় টানায় আটকা পড়ে সাময়িকভাবে প্রদক্ষিণ করে। এটিও সেটিরই অংশ।

IMG 20200926 150438

এগুলিকে অনেকেই ছোট চাঁদ বলে থাকেন। এটিও তেমনই একটি ছোট চাঁদ। আগামী অক্টোবর থেকে মে মাস পর্যন্ত পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াবে এই বস্তুটি। তবে জানা যাচ্ছে, এই বস্তুটি প্রাকৃতিক নয়, একেবারেই মানুষের তৈরি।

নাসার বিজ্ঞানীরা সম্প্রতি পৃথিবীর কাছাকাছি আসা এই ছোট চাঁদটিকে আবিষ্কার করেছেন। বিজ্ঞানীদের অনুমান এটি পৃথিবীর প্রায় প্রায় ৪৩,০০০ কিলোমিটার কাছাকাছি আসতে চলেছে। মনে করা হচ্ছে, পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাওয়ার আগে এই বছর অক্টোবর থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত পৃথিবী প্রদক্ষিণ করবে।

নাসার বিজ্ঞানীদের অ্যাস্টেরয়েড ২০২০ এসও নামে এই স্পেস জাঙ্কটিকে ১৯৬০ এ তৈরি বুস্টার রকেট বলে মনে হচ্ছে । অস্ট্রেলিয়ায় ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির স্পেস প্রত্নতাত্ত্বিক অ্যালিস গর্মন বলেন যে, এই বস্তুর বেগ পৃথিবীর কক্ষপথ অতিক্রমকারী আর সকলে গ্রহাণুগুলির বেগের চেয়ে অনেক কম। এর গতিবেগ ০.৬ কিমি প্রতি সেকেন্ড বলে জানা গেছে।

সায়েন্স অ্যালার্টকে দেওয়া এক সাক্ষাৎকারে গোরম্যান বলেছিলেন, “আমি যা দেখছি তা হ’ল এটি খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে, যা এর প্রাথমিক গতিবেগকে প্রতিফলিত করে ‘। বিজ্ঞানীদের গবেষণায় প্রাথমিক ভাবে যে তথ্য উঠে এসেছে তা হল এটি ১৯৬৬ সালে চাঁদের উদ্দেশ্য পাঠানো একটি রকেট হতে পারে।

 

সম্পর্কিত খবর