আজ বিজেপিতে মৃগাঙ্ক ও অতীন! সুজিত ও ব্রাত্য বসুর জয় নিয়ে তুমুল আশঙ্কা তৃণমূলে

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। দমদমে প্রার্থী করা হয়েছে দু’বারের বিধায়ক ব্রাত্য বসু আর বিধাননগরের প্রার্থী করা হয়েছে দু’বারের বিধায়ক সুজিত বসুকে। কিন্তু এই দুই কেন্দ্র এবার কিছুটা হলেও চাপে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ আজ বিজেপিতে যোগদান করছে দক্ষিণ দমদম পৌরসভার ২ বারের কাউন্সিলার মৃগাঙ্ক ভট্টাচার্য ও অতীন কুমার রায়।

উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অতীন কুমার রায় এবং দক্ষিণ দমদম পৌরসভার ২ বারের কাউন্সিলার মৃগাঙ্ক ভট্টাচার্য আজ হেস্টিংসে কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, সব্যসাচী দত্তের উপস্থিতিতে বিকেলে বিজেপিতে যোগদান করবেন।

এই দুই দাপুটে নেতার বাঁঙুর, লেকটাউন, কালিন্দী, দমদম, নাগেরবাজার জুড়ে তাদের বিশাল সংগঠন রয়েছে। আর তাঁদের বিজেপিতে যোগদানের ফলে কিছুটা হলেও বিধাননগরে ধাক্কা খাবে তৃনমূল কংগ্রেসের প্রার্থী ব্রাত্য বসু। মৃগাঙ্ক ভট্টাচার্য একদা দমদম পৌরসভার পৌর প্রতিনিধি ছিলেন। দক্ষ সংগঠকের হয়ে কাজ করেছেন তিনি। একাধিক সমাজসেবার কাজও করেছেন তিনি।

দলের হয়ে কাজ করে অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন এই দুই নেতা। মৃগাঙ্ক ভট্টাচার্য ও অতীন রায় উন্নয়নের কাণ্ডারি হিসেবেই পরিচিত এলাকায়। মৃগাঙ্ক ভট্টাচার্য-র সারা বছরের সমাজসেবা মূলক কাজ যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, দলের একনিষ্ঠ সৈনিক হয়ে কাজ করার পরেও দক্ষিণ দমদম পৌরসভার সিআইসি হতে দেওয়া হয়নি মৃগাঙ্কবাবুকে।

এই দুই নেতার বিজেপিতে যোগদানের ফলে দমদম এবং বিধাননগরের দুই তৃণমূল হেভিওয়েট প্রার্থী কে হারানো অনেকটা সহজ বলে মনে করছে বিজেপি। এছাড়া রাজারহাট, গোপালপুরে প্রভাব রয়েছে মৃগাঙ্ক ও অতীনের। এখন দেখার বিষয় শেষ হাসি কে হাসে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর