১ টাকাতেই চাকরি! মুম্বাই নিবাসীর এই অ্যাপ এখন কাঁপিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে

বাংলাহান্ট ডেস্ক : চাকরির (Job) জন্য প্রতারণা বা জালিয়াতি খুব সাধারণ ব্যাপার। বহু ব্যক্তি ও সংস্থা রয়েছে যারা চাকরি দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলে থাকে। এর ফলে প্রতারিত হন অসংখ্য চাকরিপ্রার্থী। তবে সব থেকে বড় কথা অর্থের বিনিময়ে চাকরি পাওয়া যায় না। চাকরির জন্য প্রয়োজন হয় জ্ঞান ও পরিশ্রমের।

মহারাষ্ট্রের (Maharashtra) এক ব্যক্তি সেই কথা মাথায় রেখে নিয়ে এসেছেন চাকরির অ্যাপ। এই অ্যাপে থাকবে লোভনীয় সব চাকরির অফার। এশিয়ার বৃহত্তম ধারাভি বস্তির শিক্ষিত ও বেকার ছেলে-মেয়েদের নিয়ে এই ব্যক্তি তৈরি করেছেন অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে যোগ্য প্রার্থীরা পাবেন চাকরি। বস্তি অঞ্চলের শিশুরা চিরকাল ধরে অবহেলিত।

শিক্ষা ও অর্থের অভাবে বিভিন্ন সময়ে বিপথে চালিত হয় তারা। কিন্তু সেই সব শিশুদের মধ্যে অনেকেই আছে যাদের মধ্যে শিল্পসত্তা রয়েছে। মুম্বইয়ের জিজামাতা নগরের বস্তিতে বসবাসকারী উদয় পাওয়ার এবার এগিয়ে এসেছেন সেইসব অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে। Tingtong Online নামে একটি অ্যাপ বানিয়ে ফেলেছেন তিনি।

এই বস্তিতেই বড় হয়েছেন উদয়। উদয় জানাচ্ছেন, এই অ্যাপে স্থানীয় ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে প্লাম্বার, আইনজীবী থেকে ডাক্তার, এমনকি ফুচকা বিক্রেতার তথ্য থাকবে। এই অ্যাপ আপনাকে এদের বিস্তারিত তথ্য জানিয়ে দেবে। উদয়ের দাবি এই অ্যাপের মাধ্যমে তিনি এখনো পর্যন্ত বহু মানুষের চাকরির বন্দোবস্ত করেছেন।

Mumbai job app

অন্যান্য অ্যাপ বা এজেন্সি চাকরির বন্দোবস্ত করে দিলে চাকরিপ্রার্থীদের একটা কমিশন সেই সংস্থাকে দিতে হয়। উদয় জানিয়েছেন এক্ষেত্রে কোনও টাকা চাকরিপ্রার্থীদের দিতে হবে না। রেজিস্ট্রেশন বাবদ শুধুমাত্র দিতে হবে এক টাকা। তবে, এই নয়া অ্যাপটি যে সারাদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে তা বলাই বাহুল্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর